গঙ্গারামপুর ব্লকের মহারাজপুরে অবস্থিত জয় নিতাই ও রাধা গোবিন্দ বারোয়ারি মন্দির প্রাঙ্গণের তরফে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সোমবার সমগ্র মহারাজপুরে পরিক্রমা করে। অনুষ্ঠানে থাকছে নরনারায়ণ সেবা করানো সহ একাধিক বিষয় হাজির হলেন বহু ভক্তও
গঙ্গারামপুর ১৬ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর————————তিনদিন ব্যাপী সঙ্গীতাময় শ্রীমৎ ভগতবত কথামৃত এবং ৩২প্রহর ব্যাপী নামযজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হলো। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের মহারাজপুরে অবস্থিত জয় নিতাই ও রাধা গোবিন্দ বারোয়ারি মন্দির প্রাঙ্গণের তরফে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সোমবার সমগ্র মহারাজপুরে পরিক্রমা করে। বিভিন্ন জায়গার ভক্তরা এদিনের এই পরিক্রমায় পা মেলান।কমিটির সম্পাদক জানিয়েছেন,বিভিন্ন অনুষ্ঠানের […]
Continue Reading
