আহত লেপার্ড উদ্ধার করল বনকর্মীরা
আলিপুরদুয়ার : সড়কের ধার থেকে আহত লেপার্ড উদ্ধার করল বনকর্মীরা। গতকাল রাতে হাসিমারা ও মাদারিহাটের মাঝে সড়কের ধারে আহত অবস্থায় পড়ে ছিল একটি লেপার্ড সম্ভবত কোনো গাড়ির ধাক্কায় আহত হয় লেপার্ডটি। খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মীরা পৌছে আহত লেপার্ড কে উদ্ধার করে নিয়ে যায় চিকিৎসার জন্য।
Continue Reading
