AVO মালদার গোল্ডেন পার্ক হোটেল ও রিসর্টের মাথায় নতুন পালক যুক্ত হল। শনিবার সন্ধ্যায় গোল্ডেন পার্ক হোটেল ও রিসর্টের নতুন শাখা ওয়েভস পথ চলা শুরু করল।
VO পুরাতন মালদায় গোল্ডেন পার্ক হোটেল ও রিসর্ট প্রাঙ্গনেই ওয়েভস পথ চলা শুরু করল। এখানকার বিশেষ আকর্ষণ সুইমিং পুল। তার পাশেই আছে ক্যাফে। আছে ব্যাঙ্কোয়েট, অনুষ্ঠানের জন্য হল। এছাড়া রুফ টপেও পার্টি সহ অনুষ্ঠান করার সুযোগ রয়েছে। গোল্ডেন পার্ক হোটেল ও রিসর্টের পক্ষে সৌরভ আগারওয়াল জানান, মালদায় ওয়েভসের এই ধরণের পরিষেবা সকলেরই ভালো লাগবে।

