মালদা—একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য মাথাপিছু সরকারের বরাদ্দ ১০ হাজার টাকা। অথচ, এই টাকা প্রকৃত পডুয়াদের একাউন্টে না ঢুকে চলে যাচ্ছে কার্যত ভুতুড়ে একাউন্টে। মালদহে অন্তত তিনটি স্কুলের ক্ষেত্রে এমন বড়সড়ো অনিয়ম ধরা পড়ল। দেখা যাচ্ছে, তালিকায় ছাত্রদের নাম ঠিক রয়েছে, কিন্তু অ্যাকাউন্ট নাম্বার বদলে গিয়েছে। ফলে প্রকৃত প্রাপক পড়ুয়াদের একাউন্টের বদলে টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে।
মালদহে ট্যাবের টাকা গায়েবের সবচেয়ে গুরুতর অভিযোগ হবিবপুরের কেন্দপুকুর হাইস্কুলে। এখানে ৯১ জন পড়ুয়ার অ্যাকাউন্ট নম্বর রহস্যজনকভাবে বদলে গিয়েছে। ইতিমধ্যে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হবিবপুর থানায় এবিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে স্কুলের এক করণিক এই ডাটা এন্ট্রির কাজ করেছেন বলে জানানো হয়েছে।
অভিযোগ, পেয়ে আজ ওই স্কুলে তদন্তে পৌঁছয় হবিবপুর থানার পুলিশ।
বাইট:-১) দুলাল মন্ডল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেন্দপুকুর হাইস্কুল।

