হরিরামপুর : ———–— পুকুরে ছিপ ফেলে মাছ ধরার প্রতিযোগিতা করা হলো শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের ক্ষীরপুকুর গ্রামের বাসিন্দা জাহিরুল ইসলামের পুকুরে। এদিন হরিরামপুরের বিভিন্ন এলাকার মানুষ জাহিরুল ইসলামের পুকুরে মাছ ধরার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন , জানা গিয়েছে হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের ক্ষীরপুকুর গ্রামের বাসিন্দা জাহিরুল ইসলামের পুকুরে শনিবার সকাল থেকেই পুকুরে ছিপ ফেলে মাছ ধরার প্রতিযোগিতা করানো হয়, যেখানে হরিরামপুর ইটাহার রায়গঞ্জ মালদা শিলিগুড়ি থেকে প্রায় ৫০ থেকে ৬০ জন মৎস্যজীবীরা মাছ ধরার জন্য ছিপ নিয়ে জাহিরুল ইসলামের পুকুরে হাজির হয় এরপর সেখানে ছিপ ফেলে শুরু হয় মাছ ধরার প্রতিযোগিতা সারাদিনে প্রায় বহু মাছ তাঁরা ধরলেও সন্ধ্যায় কে কত বেশি মাছ ধরেছে সেই রেজাল্ট ঘোষণা করা হবে এবং যে মাছ ধরার প্রতিযোগিতায় প্রথম হবেন তাকে জারুল ইসলামের তরফে দেওয়া হবে পুরস্কার।

