জাতীয় আইনি পরিষেবা দিবস পালন করা হলো দক্ষিণ দিনাজপুর – জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর মাননীয়া সেক্রেটারি ম্যাডাম কেয়া বালা মহাশয়ার নির্দেশে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে আজ ৯ ই নভেম্বর ২০২৪ গঙ্গারামপুর ব্লকের উদয় জিপি , শুকদেব পুর জিপি এবং চালুন জিপির বাসুদেবপুর এ শিবির , র‍্যালি , মির্জাপুর – শিশু কিশোরী দের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় আইনি পরিষেবা দিবস পালন করা হলো

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

১৯৮৭ খ্রিষ্টাব্দের ভারতীয় আইনি পরিষেবা সম্পর্কিত আইন — লিগ‍্যাল সার্ভিসেস অথরিটি অ‍্যাক্ট – ১৯৮৭ প্রণয়ন কে স্বরনে রেখে ১৯৯৫ খ্রিষ্টাব্দে ৯ ই নভেম্বর ভারতে প্রথম জাতীয় আইনি পরিষেবা দিবস পালিত হয় । সেই মতো প্রতি বছরের মতো আজও এই দিনটি দক্ষিণ দিনাজপুর – জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পক্ষ থেকে পালন করা হলো ।
ভারতের সাধারণ বেশিরভাগ মানুষজন ভাবেন যে আইনি পরিষেবা এক দীর্ঘ মেয়াদী বিষয় এবং প্রচুর ঝামেলার ও ব‍্যায়বহুল বিষয় । তার উপর বিকল্প বিবাদ নিষ্পত্তি পদ্ধতি যেমন লোক আদালত , মধ্যস্থতা এবং বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের প্রক্রিয়াটিকে সহজতর করার জন্য আগে কোনো আইন ছিল না ।
এই আইন বলে স্বশাসিত সংস্থা কেন্দ্রীয় স্তরে জাতীয় আইনি পরিষেবা পরিষেবা কর্তৃপক্ষ বিনামুল্যে আইনি সহায়তা এবং দূর্বল ও অনগ্রসর মানুষ দের পরামর্শ , মধ‍্যস্থতা মাধ্যমে নিষ্পত্তি এবং বন্ধুত্বপূর্ণ কার্যক্রম করে থাকেন ।
Legal Services Authority act 1987 মাধ্যমে সাধারণ মানুষরা কিভাবে আইনি সাহায্য পাবে সেই বিষয়ে আলোকপাত করা হলো,
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে কি কি সুবিধা পাওয়া যাবে এবং কারা কারা বিনামুল্যে উকিল বাবু পাবেন সে বিষয়ে প্রচার করেন ।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সকলের জন্য পরিষেবা ।
বিনামুল্যে আইনি পরামর্শ, মামলার পূর্বে আপোষ নিষ্পত্তি , লোক আদালতে আপোষের মাধ্যমে দ্রুত মামলার নিষ্পত্তি ,
অঞ্চল , থানা, ব্লকে নিযুক্ত পি এল ভি দ্বারা আইনি সহায়তা প্রদান।
কারা কারা বিনামুল্যে উকিল বাবু পাবেন –
মহিলা , শিশু, তফসিলি জাতি , তফসিলি উপজাতি, কারাগারে বন্দী বা পুলিশ হেফাজতে আছেন এমন ব‍্যাক্তি রা ।

শিশুদের সু সাস্থ্য , শিশুদের পুষ্টি , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল‍্য বিবাহ, কুসংস্কার , শিশুশ্রম, যৌন নির্যাতন,মানব পাচার, ভিক্টিম কমপেনসেশন, পকসো এক্ট, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা আলোচনা করা হলো। ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হলো।
বিশেষ করে বাল‍্য বিবাহ যাহাতে না হয় তার উপরে জোর দেওয়া হয় শিশু শ্রম , মানব পাচার বিষয়ে সচেততামূলক প্রচার করা হয় ।
উপস্থিত ছিলেন শিশু কিশোর কিশোরী অভিভাবকেরা , মির্জাপুর আই সি ডি এস কর্মি কমলা পাহান মহশয়া , মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা চায়না মণ্ডল মহাশয়া
এবং
দক্ষিণ দিনাজপুর – জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পি এল ভি তথা অধিকার মিত্র গোলাম রাব্বানী মহাশয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *