বুনিয়াদপুর 5নভেম্বর দক্ষিণ দিনাজপুর—————–—রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভা ও বংশীহারী ব্লকের যৌথ উদ্যোগে ফাইলেরিয়া রোগ নিরাময়ের জন্য প্রস্তুতি মিটিং করা হলো বংশীহারী ব্লকে, করা হবে ক্যাম্পের আয়োজন।
বুনিয়াদপুর পৌরসভা ও বংশের পঞ্চায়েত সমিতি জানা গেছে যে, রাজ্যে ডেঙ্গি ও ম্যালেরিয়ার পাশাপাশি ফাইলেরিয়া নামক একটি রোগের প্রকোপ দেখা দিয়েছে, যা প্রথমে কিছু বোঝা না গেলেও বিগত ২০ বছরে মধ্যে সেই রোগের লক্ষণ দেখা যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আগামী ১৩ ও ১৪ ই নভেম্বর বুনিয়াদপুর পৌরসভা ও বংশীহারী ব্লকের বিভিন্ন জায়গায় ক্যাম্প করে রক্তের নমুনা সংগ্রহ করা হবে।এরপরে রক্তের নমুনা রাজ্যের স্বাস্থ্য দপ্তরে পাঠিয়ে তা পরীক্ষা করে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা রাজ্যে পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভা ও বংশীহারী ব্লকের বিভিন্ন জায়গাতে ক্যাম্পের মাধ্যমে এই রক্তের নমুনা সংগ্রহের কাজ করা হবে। সেই জন্যই এদিন বংশীহারী ব্লকে বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন ,সহকারী চেয়ারপারসন সহ সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর সহ বংশীহারী ব্লকের সমস্ত পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে একটি প্রস্তুতি মিটিং করা হলো। এদিন সেখানে উপস্থিত ছিলেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার, ভাইস চেয়ারপারসন জয়ন্ত কুন্ড, বংশীহারী ব্লকের বিডিও সুব্রত বল, বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ সহ বংশীহারী ব্লকের সমস্ত অঞ্চলের প্রধান ও উপপ্রধানসহ গ্রাম পঞ্চায়েতের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিনের আলোচনা সভায় মূলত কিভাবে বুনিয়াদপুর পৌরসভা এবং পঞ্চায়েত এলাকায় ক্যাম্প করে রক্তের নমুনা সংগ্রহ করা হবে এবং তা রাজ্যের স্বাস্থ্য দপ্তরে পাঠানোর ব্যবস্থা করা হবে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় বংশীহারী ব্লকে। যদি কারো রক্তের নমুনায় ফাইলেরিয়া রোগ ধরা পড়ে তাহলে ১৫ দিনের মধ্যে সেই রিপোর্ট বংশীহারী ব্লকে পাঠানো হবে এবং সেই রোগ নিরাময়ের জন্য সুব্যবস্থা নেওয়া হবে।
বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার জানিয়েছেন, সরকার চাইছে সব সময় মানুষ যদি পাশে থেকে কাজ করার জন্য। বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে এমন রোগ নির্মল করতে।
এবিষয়ে বংশীহারী ব্লকের বিডিও সুব্রত বল জানিয়েছেন,আমরা বুনিয়াদপুর পৌরসভা এবং বংশীহারী ব্লকের যৌথ উদ্যোগে এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় ফাইলেরিয়া রোগ নিরাময়ের জন্য একটি প্রস্তুতি মিটিং করা হলো বংশীহারী ব্লকে। আগামী ১৩ ও ১৪ই নভেম্বরে ফাইলেরিয়া রোগ নিরাময়ের জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হবে এবং সেটি রাজ্যের স্বাস্থ্য দপ্তরে পাঠানো হবে। রক্তের নমুনা সংগ্রহের ১৫ দিনের মধ্যে আমরা রিপোর্ট পেয়ে যাব। যদি কারো রক্তের নমুনায় ফাইলেরিয়া রোগ ধরা পড়ে তাহলে রোগ নিরাময়ের সুব্যবস্থা করা হবে।


 
	 
						