সরকারি রেজিস্টার প্রাপ্ত আল আমিন মডেল মিশনের পক্ষ থেকে কোরআন তেলাওয়াত অনুষ্ঠান ও এক্সিবিশন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশাররফ হোসেন মহাশয় সহ বিশিষ্ট অতিথীরা।
উল্লেখ্য প্রতিবছরের মতো এ বছরও রাজ্য সরকারের স্বীকৃতি প্রাপ্ত আল আমিন মডেল মিশনের ছাত্র-ছাত্রী দ্বারা কোরআন তেলাওয়াত অনুষ্ঠানের পাশাপাশি ছাত্র-ছাত্রীরা বিভিন্ন স্টলের মাধ্যমে সাইন্সের ওপর ভিত্তি করে বিভিন্ন রকমের মডেল বানিয়ে এক্সিবিশন করে বিশিষ্ট অতিথীদের বেক্ষা করে বুঝিয়ে দেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় ৮৬ জন ছাত্র-ছাত্রী কোরআন পড়তে পড়তে শুরু করেছেন। এছাড়াও কুরআনের বিভিন্ন আয়াত ও সূরা আরবী ভাষায় পাঠ করে পরে ইংরেজি ট্রান্সলেশন ও বাংলা ভাষায় অনুবাদ করেন।বংশীহারী ব্লকের নুরপুর এলাকায় অবস্থিত এই মিশন। বিভিন্ন সময়ে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের মনোযোগ বাড়ানো হয়। এদিনের এই অনুষ্ঠানে কোরআন পাঠ, আবৃতি, গজল, নাচ ও গানের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করা হয়। অনুষ্ঠানে আসা অতিথিদের পুষ্প স্তবক ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। এই দিনের এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি তথা ইটাহার বিধানসভার বিধায়ক মোশারফ হোসেন। আল আমিন মডেল মিশনের কর্ণধার জামিল আক্তার সহ বিশিষ্ট অতিথিরা। এছাড়াও উপস্থিত ছিলেন মিশনের ছাত্র-ছাত্রীরা ও অভিভাবক অভিভাবিকারা। আল আমিন মডেল মিশনের কর্ণধার সহ সদস্যরা সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানের পাশাপাশিও বিভিন্ন রকম সামাজিক মূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন বলে মিশনের সদস্যরা জানিয়েছেন। মিশন এলাকার দুস্থদের বস্ত্র বিতরণের পাশাপাশি সহযোগিতায় হাত বাড়িয়ে দেন। আল আমিন মডেল মিশনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছাত্রছাত্রীরা মিশনে পড়াশোনা করেন। অত্যন্ত সুনামের সঙ্গে এ মিশনে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি থাকার ও খাবারের সুব্যবস্থা রয়েছে। প্রতিবছর এই মিশন থেকে ৯০% ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে থাকেন বলেই বহু দূরান্ত থেকে এই মিশনে এডমিশন করানোর জন্য ছুটে আসেন। প্রায় দুই হাজার এরও বেশি মানুষজন আজকের এই অনুষ্ঠান দেখতে বহু দূর দুরান্ত থেকে ছুটে এসেছেন।
এই বিষয়ে সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশারফ হোসেন জানিয়েছেন আজকে আমি আল আমিন মডেল মিশনের কোরআন তেলোয়াত অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছি। এছাড়াও ছাত্র-ছাত্রী দ্বারা স্টলের মাধ্যমে বিভিন্ন রকম এক্সিবিশন করেছেন। আমরা সেই এক্সিবিশন বিস্তারিতভাবে খতিয়ে দেখলাম। খুবই ভালো লাগছে এরকম একটি অনুষ্ঠানে আসতে পেরে। এরকম একটি জায়গায় এত সুন্দর পড়াশুনোর সুবিধা ও বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মনোযোগ বাড়িয়ে তুলছেন যা অবিশ্বাস্য।
এই বিষয়ে আল আমিন মডেল মিশনের কর্ণধার জামিল আক্তার জানিয়েছেন প্রতি বছরের মত এ বছরও আজকের এই দিনে আমাদের এই মিশনের ছাত্র-ছাত্রী দ্বারা কোরআন তেলাওয়াত অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এছাড়াও ছাত্র-ছাত্রী দ্বারা সাইন্স এর উপর ভিত্তি করে বিভিন্ন রকম স্টলের মাধ্যমে এক্সিবিশন করানো হয়েছে। আমরা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের করে থাকি বিশেষ করে ছাত্রছাত্রীদের পড়াশোনায় আরো মনোযোগী করে তোলার জন্য। আজকের এই অনুষ্ঠানে বহু দূর দুরান্ত থেকে বিশিষ্ট অতিথিদের কাছে পেয়ে আমরা আপ্লুত।

