মালদা,প্রায় ১২ কিলোমিটার পায়ে হেঁটে গঙ্গা ঘাট থেকে জল তুলে এনে কলস যাত্রার মধ্য দিয়ে রাধাগোবিন্দ ও মা শীতলা দেবী মন্দিরের শুভ উদ্বোধন হলো বুধবার হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর গ্রামে।জানা যায়,এদিন দৌলতপুর গ্রামের প্রায় তিন শতাধিক মহিলা এই কলস যাত্রায় অংশগ্রহণ করেন।সকাল ছয়টার
সময় এই কলস যাত্রা শুরু হয়।প্রায় ১২ কিলোমিটার দূরে ভালুকা গঙ্গা ঘাট থেকে জল তুলে এনে এই মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারা।এই অভিনব কলস যাত্রা দেখতে এলাকার মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

