আলিপুরদুয়ার: ——————–-মাদারিহাট বিধানসভায় প্রচারে ময়দানে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসক ও বিরোধী দুই পক্ষ জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল ও বিজেপি দুইদল। সর্বশক্তি দিয়ে ময়দানে নেমে পড়েছে তৃণমূল ও বিজেপি। সকাল হতেই প্রচারে নেমে পড়েছে তৃণমূল ও বিজেপি।
শনিবার ও সকাল সকাল চা বাগানে প্রচারে বেরিয়ে পড়েছে বিজেপি প্রার্থী রহুল লোহার। চা বলয়ের ভোট বড় ফ্যাক্টর মাদারিহাট বিধানসভায়। এই মাদারিহাট বিধানসভায় ২৪ টি চা বাগান রয়েছে। তাই চা বলয়ের ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে সবাই।
এদিন বিজেপি প্রার্থী মাদারিহাটে রাহুল লোহার ও অলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা জয়শ্রী চা বাগানে প্রচার চালায়। চা বাগানের বিভিন্ন সেকশনে কর্মরত শ্রমিকদের মাঝে চলে গিয়ে প্রচার সারেন।
এদিন চা বাগানে টিফিন রত মহিলা চা শ্রমিকদের টিফিন থেকে অল্প অল্প করে খাওয়া নিয়ে টিফিন ও সারেন প্রার্থী রাহুল লোহার ও সাংসদ মনোজ টিগ্গা।

