জলপাইগুড়ি:— জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের উওর মাঝগ্রাম বড়বাড়ি এলাকার এই ভয়াবহ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় দুই ভাইয়ের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া বেধে যায়। ঝগড়া এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, বড় ভাই কোদাল দিয়ে ছোট ভাইকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ভাইকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাঝেমধ্যেই দুই ভাইয়ের মধ্যে বিবাদ হত।
মৃত ব্যক্তি মঙ্গল মুর্মু (৫৪)। ঘটনার পর অভিযুক্ত দাদা মদন মর্মু পালিয়ে যায় । শনিবার সকালে ক্রান্তি থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

