উত্তর দিনাজপুর:—- জেলার ইসলামপুর পুলিশ জেলার তিস্তা মাঠে।ইসলামপুর পুলিশ জেলার বিভিন্ন থানার বিভিন্ন ক্লাব নিয়ে লীগ অনুষ্ঠিত হয় । এই খেলারই চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে চোপড়ার রয়্যাল স্পোর্টিং ক্লাব ও ইসলামপুর মিলন পল্লী ইলেভেন স্টার এর মধ্যে খেলা হয়। তীব্র উত্তেজনা পুন্য এই খেলায় হয় ।
মিলন পল্লী ইলেভেন স্টার তিন শুন্য গোলে জিতে।এদিনের ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন আইজিপি নর্থ বেঙ্গল রাজেশ কুমার যাদব ,ডিআইজি রায়গঞ্জ রেঞ্জ সুধীর কুমার নিলাকান্তম, ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস, রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী
সহ, করণদিঘির বিধায়ক গৌতম পাল ,উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল।মিলনপল্লি ইলেভেন স্টার ৩-০ গোলে যেতে এবং তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি ও দুই লক্ষ টাকার প্রাইস মানি দেওয়া হয়। রানার টিম রয়াল স্পোর্টিং ক্লাব কে এক লক্ষ টাকার প্রাইজ মানি দেওয়া হয়। ম্যান অব দ্যা সিরিজ কে একটি স্কুটি দেওয়া হয়। টানটান উত্তেজনাপূর্ণ এই খেলা দেখতে মাঠে দর্শক সমাগম হয়েছিল প্রচুর।

