উত্তর দিনাজপুর :—— বাড়িতে ইলেট্রিক শক খেয়ে মৃত বৌউদির আহত ননদ।এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।ঘটনাটি ঘটেছে বুধবার উত্তর দিনাজপুর জেলার অনন্তপুর অঞ্চলের মাহিনগর এলাকায়।এদিন সকাল প্রচন্ড গরমের কারণে ননদ ও বৌউদি ঘরে বসে টেবিল ফ্যানের হাওয়া খাচ্ছিল আচঙ্কায় বৌউদি অষ্টমী সরকার টেবিল ফ্যানের তারের সাথে জরিয়ে পড়ে তাকে বাচাতে গিয়ে আহত হয় ননদ কৃষ্ণা দেবসর্মা।বিষয়টি জানাজানি হতেই তরিঘড়ি দুইজনকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসলাতালে নিয়ে আসা হলে চিকিৎসক বৌউদি অষ্টমী দেবসর্মাকে মৃত বলে ঘোষণা করে এবং ননদ কৃষ্ণা দেবসর্মা চিকিৎসা চলছে হাসপাতালে।ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় এবং ঘটমার তদন্তে নেমেছে।

