গঙ্গারামপুরের ফুলবাড়ী হাইওয়ে ট্রাফিক পুলিশের তরফে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হল

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ প্রথম পাতা রবিবার রাজ্য

গঙ্গারামপুর ১৬ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুরঃ-একটি অনুষ্টানের মধ্যে দিয়ে পথ নিরাপত্তা শিবিরের আয়োজন করা হল।গাড়ি সাবধানে চালান নিজে বাঁচুন, অপরের জীবন বাঁচান। এই শ্লোগানকে সামনে রেখেই জেলা পুলিশ সুপারের নির্দেশে দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ফুলবাড়ী হাইওয়ে ট্রাফিক পুলিশের তরফে এমন কর্মসূচী পালন করা হয়। সেখানে ট্রাফিক পুলিশের ডিএসপি,গঙ্গারামপুরের ট্রাফিক ওসি, ফুলবাড়ী হাইওয়ে ট্রাফিক ওসি, বিশিষ্ট সমাজসেবী সহ অনেকেই উপস্থিত ছিলেন।ফুলবাড়ী হাইওয়ে ট্রাফিক পুলিশের তরফে প্রায় ১০০ জনের উপরে পথচারী বাইক চালকদের উপস্থিত বিশিষ্টজনেদের দিয়ে হেলমেট বিতরন করা হয়। সচেতন করা হয় গাড়ির চালকদের।
২০১৬ সালে ৮ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী পথ দুর্ঘটনা কমাতে বিশেষ উদ্যাগ নেওয়া হয়।সেই সঙ্গে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প চালু করে গাড়ি চালকদের বার্তা দেন আপনারা সাবধানে গাড়ি চালান, নিজে বাঁচুন অপরের জীবন বাঁচান।
সরকার ও তাঁর পুলিশ প্রশাসনের দাবি, এই প্রকল্প চালু করার পরে অনেকটাই দুর্ঘটনার হার কমেছে।জেলা পুলিশ সুপারের কাজ যোগদানের পর থেকেই রাহুল দে পুরো জেলা জুড়ে পথ দুর্ঘটনা কমাতে পুলিশ প্রশাসনের মাধ্যমে লাগাতার পথ নিরাপত্তা শিবিরের আয়োজন করে আসছে।বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের নির্দেশে গঙ্গারামপুরের ফুলবাড়ী হাইওয়ে ট্রাফিক পুলিশের তরফে ফুলবাড়ীতে পথ নিরাপত্তা শিবিরের আয়োজন করা হয়। সেখানে জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক বিল্ল মঙ্গল দাস,বিশিষ্ট সমাজসেবী ,মৃণাল সরকার, সমাজসেবী নামিজর রহমান, নারায়ন বর্মন,আজগর আলী সরকার,গঙ্গারামপুরের ট্রাফিক ওসি রনোজিত দাস, ফুলবাড়ী হাইওয়ে ট্রাফিক ওসি প্রদীপ দাস সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক বিল্ল মঙ্গল সাহা জানিয়েছেন, রাজ্যে সরকার ও জেলা পুলিশ সুপারের নির্দেশেই আমরা এমন কর্মসুচীর আয়োজন করে আসছি।যা আগামী দিনেও করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *