গঙ্গারামপুর ১২ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর। বিরাট বজরংবলী পুজো ও মহাযজ্ঞ ও হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হলো। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ফুলবাড়ি শ্রী শ্রী হনুমত বজরংবলী শক্তি জাগরণ সমিতির পরিচালনায় ১৪তম বর্ষে এমন অনুষ্টানের আয়োজন করা হয়। মিছিল করে বিভিন্ন এলাকা পরিদর্শনের পরে বিরাট মহাযজ্ঞের আয়োজন করা হয়। সেখানে গঙ্গারামপুরের বিধায়ক, সমাজসেবী স্বরূপ চৌধুরী, মানস সরকার সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।বজরংবলী পুজো ও মহাযজ্ঞ হিন্দু সম্মেলনে ভিড় হয়েছিল ব্যাপক। জেলার মধ্যে গঙ্গারামপুরের ফুলবাড়ীতে শ্রী শ্রী হনুমত শক্তি জাগরণ সমিতির পরিচালনায় ও ব্যবস্থাপনায় রবিবার বিরাট আকারে বাজরংবলীর পুজো মহাযজ্ঞ ও হিন্দু সম্মেলনের আয়োজন করা হলো।১৪তম বর্ষে তাদের এই অনুষ্ঠানে বহু বাসিন্দারা জড়ো হয়ে ফুলবাড়ী পুরো এলাকা মিছিল করে বজরংবলি জয়ধ্বনী দেন। সেখানে সমাজসেবী তথা বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, সমাজসেবী স্বরূপ চৌধুরী, মানস সরকার, অশোক বর্ধন,গৌতম রায়,বাপি সরকার,তাপস রায় সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন

