বংশীহারী থানার আলিপুর এলাকায় দুপক্ষের বিবাদে আহত হল এক মাছ ব্যবসায়ী, আহত ভর্তি হাসপাতালে -অভিযুক্ত পলাতক রয়েছেন,ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর ১৩ ই আগস্ট দক্ষিণ দিনাজপুর———–——দুই পক্ষের বিবাদের জেনে গুরুতর আহত এক মাছ ব্যবসায়ী বলে অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত আলিপুর এলাকায়। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।অভিযুক্ত পালিয়ে গেছে,পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক শোরগোল করেছে এলাকাজুড়ে ।
বংশীহারী থানার ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলিপুর স্ট্যান্ডে সকালে দুইজন মাছ ব্যবসায়ী মাছ বিক্রি করে আসছে বেশ কয়েকদিন ধরেই। প্রতিদিনের মতো মঙ্গলবারও বদলপুরের মুঙ্গরাইল এলাকার বাসিন্দা অনন্ত সরকার (৩৪)ও খিদিরপুর এলাকার বাসিন্দা বিপদ হালদার (৩২) দুইজনই আলিপুর বাজারে মাছ বিক্রি করছিলেন। সূত্রে জানা গিয়েছে,এই দুজনের মধ্যে প্রায় এক মাস ধরে মাছ বিক্রি করা নিয়ে ঝামেলা লেগেই থাকত। আলিপুর বাজারে প্রায় দিন অনন্ত,সরকারের মাছ বেশি বিক্রি হচ্ছিল বলে অপর মাছ ব্যবসায়ী বিপদ হালদার ক্ষিপ্ত হয়ে ওঠে বলে খবর। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ বিপদ হালদার রেগে গিয়ে অপর মাছ ব্যবসায়ী অনন্ত সরকারকে লাথি মারে। সেই সময় অনন্ত সরকার তার আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে।লাথি খাওয়ার পর উঠে দাঁড়িয়ে বিপদ হালদারকে বলে আমাকে মারলে কেনো ? উত্তরে বিপদ হালদার বলে এখানে আর কোনদিন তুই দোকান করবি না। তর্ক বিতর্ক হতে শুরু করলে বিপদ হালদার তার মাছ কাটা বঠির পিড়ি দিয়ে অনন্ত সরকারের মাথায় বাড়ি মারে বলে অভিযোগ ওঠে। ঘটনায় অনন্ত সরকারের মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। তড়িঘড়ি স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহত মাছ ব্যবসায়ী অনন্ত সরকারকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। রশিদপুর গ্রামীন হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে উন্নত মানের চিকিৎসা করবার জন্য তাকে পাঠানো হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।

এবিষয়ে আহত মাছ ব্যবসায়ী অনন্ত সরকার জানিয়েছেন প্রতিদিনের মতো আমরা দুইজনে মাছ বিক্রি করছিলাম। আমার মাছ একটু বেশি বিক্রি হতো বলে বিপদ হালদার ক্ষিপ্ত হয়ে আমার সঙ্গে ঝামেলা সৃষ্টি করে আসছে প্রায় এক মাস ধরে। আচমকা প্রথমে লাথি মেরে ও তারপরে তার মাছ কাটা বঠির পিড়ি দিয়ে আমার মাথায় বাড়ি মারে ও আমি আহত হয়ে যায়। স্থানীয়রা আমাকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে আমি বংশীহারী থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছি বিপদ হালদারের শাস্তির দাবি জানিয়ে।

এবিষয়ে স্থানীয় এক দোকানদার যুগল সরকার জানিয়েছেন চিৎকার চেঁচামেচি শুনে এসে দেখি অনন্ত সরকার এর মাথায় চোট লেগে গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছে।মাছ কাটা বঠির পিডি দিয়ে বিপদ হালদার অনন্ত সরকারকে মাথায় বাড়ি মেরেছে। আমরা অনন্ত সরকারকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসি। মাছ বিক্রি করাকে কেন্দ্র করে দুজনের মধ্যে ঝামেলা হয়েছে। বিপদ হালদারের সঙ্গে এবিষয়টি নিয়ে জানার জন্য যোগাযোগ করবার জন্য একাধিকবার তার মোবাইল ফোনে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি ।আহত মাছ ব্যবসায়ী অনন্ত সরকার বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিপদ হালদারের শাস্তির দাবি জানিয়ে। এছাড়াও ঘটনার পরে অভিযুক্ত বিপদ হালদার বাড়ি থেকে পলাতক রয়েছে। পুলিশ ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকাজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *