মালদাঃ—মালদহে আদিবাসী সেঙ্গেল অভিযানের রেল অবরোধ কর্মসূচি।শনিবার পুরাতন মালদার আদিনা স্টেশনে আদিবাসী সিঙ্গেল অভিযানের কর্মী সমর্থকরা রেল রোকো অভিযানে সামিল। ছয় দফা দাবি দাওয়া নিয়ে এই রেল অবরোধ কর্ম সূচি পালন করে । ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে রাজ্য ও রেল পুলিশের বিশাল বাহিনী মোতায়েন

