মালদা :——————-—- ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ঢিল ছোড়া দূরে রেললাইন থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। ঘটনাস্থলে পৌঁছে জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। স্থানীয়দের অনুমান ট্রেন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে ওই ব্যক্তি। যদিও মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
সাত সকালে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম বিপ্লব ঘোষ। বাড়ি পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী এলাকায়। আজ সকালে ভারত-বাংলাদেশ সীমান্তের হবিবপুর থানার শ্রীরামপুর অঞ্চলের অনুরাধাপুর বিএসএফ ক্যাম্পের হিজল ফরেস্ট থেকে ওই ব্যক্তির মৃত উদ্ধার করা হয়। তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বাংলাদেশের ফেনসিডিল পাচার করার সময় বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে। তবে যদিও এই বিষয়ে বিএসএফের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।


 
	 
						