গাছ লাগান প্রাণ বাঁচান, তাই একাধিক গাছের চারা লাগানোর কর্মসূচি পালন করলেন এলাহাবাদ অঞ্চল। বিশ্ব আদিবাসী দিবসের দিনে ৫০০টি গাছের চারা রোপন করলেন অঞ্চল কর্তৃপক্ষ। খুশি হয়েছেন স্থানীয় বাসিন্দারাও

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের অন্তর্গত তিন নাম্বার এলাহাবাদ অঞ্চলের পক্ষ থেকে বিশ্ব আদিবাসী দিবসের দিনে ওই এলাকায় শতাধিক গাছের চারা রোপন করলেন বিভিন্ন রাস্তার দুই পাশে। আমাদের প্রায় সকলেরই জানা রয়েছে গাছ লাগান প্রাণ বাঁচান তাই গাছের আরেক নাম জীবন। এলাহাবাদ অঞ্চলের নান্দুরা সংসদের প্রায় দুই কিলোমিটারের একটি রাস্তার দুই পাশেই ৫০০ টি গাছের চারা রোপন করা হলো এদিন। এই নান্দুরা সংসদের রাস্তার দুই পাশে পুরাতন কিছু গাছ রয়েছিল। সেই গাছগুলি মরে যাওয়াতে স্থানীয়রা সে গাছগুলি কেটে নিয়ে গিয়ে নিজেদের সুবিধার্থে ব্যবহার করতেন। অঞ্চল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই রাস্তার দুইপাশের গাছগুলি কেটে টেন্ডার করা হয়েছিল। পাশাপাশি ওই এলাকার সাধারণ মানুষদের অঞ্চল কর্তৃপক্ষরা আশ্বস্ত করেছিলেন অতি দ্রুত এই এলাকাগুলিতে গাছ লাগানো হবে। ঠিক যেমন কথা তেমনি কাজ করলেন এলাহাবাদ অঞ্চল কর্তৃপক্ষরা। গাছ কেটে ফেলার মাত্র কয়েক মাসের মধ্যে নতুন করে ওই রাস্তার দুই পাশে প্রায় ৫০০ টি চারা গাছ রোপন করা হলো। এছাড়াও এলাবাদ অঞ্চলের প্রধান উর্মিলা পারভিন জানিয়েছেন আমরা এলাহাবাদ অঞ্চলের যে সমস্ত জায়গাগুলিতে গাছের পরিমাণ কম রয়েছে সে সমস্ত জায়গা গুলিতে বেশি বেশি করে গাছ লাগানোর কর্মসূচি চলতেই থাকবে। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় একাধিক গাছের চারা রোপণ করেছি। নতুন করে গাছের চারা রোপন করায় খুশি হয়েছে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা।

এই বিষয়ে শিল্প পরিকাঠামো সঞ্চালক পার্থপ্রতিম মজুমদার জানিয়েছেন আমরা তিন নাম্বার এলাহাবাদ অঞ্চলের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় শতাধিক গাছের চারা রোপন করছি রাস্তার ধারে ধারে। যে সমস্ত জায়গাগুলিতে গাছের পরিমাণ কম রয়েছে সে সমস্ত জায়গা রাস্তার দুই পাশেই এরকম গাছের চারা রকম করার কর্মসূচি চলতেই থাকবে।

এই বিষয়ে তিন নাম্বার এলাহাবাদ অঞ্চলের প্রধান উর্মিলা পারভিন জানিয়েছেন আমরা সাধারণ মানুষের সুবিধার্থে অনবরত কাজ করে চলেছি। আজকে একটি বিশেষ দিন বিশ্ব আদিবাসী দিবস। আর এই দিনটিকে স্মরণ করেই আমরা নান্দুরা সংসদের ২ কিলোমিটারের একটি রাস্তার দুই পাশে ৫০০ টি গাছের চারা আজ রকম করা হলো। এছাড়াও যে সমস্ত এরিয়াতে গাছের পরিমাণ কম রয়েছে সে সমস্ত এরিয়া গুলিতে গাছের চারা রকম করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *