মালদা: মালদা ঝংকার ক্লাবের উদ্যোগে শুরু হল এক ক্রিকেট টুর্নামেন্ট। মালদা সহ রাজ্যের আটটি দলকে নিয়ে শনিবার সকালে মালদা ডিএসএ ময়দানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই ক্রিকেট টুর্নামেন্টের। উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস, কাউন্সিলর গোবিন্দ চৌধুরী সহ অন্যান্যরা। জানা গেছে ঝংকার ক্লাবের ৭৫ তম বর্ষ উপলক্ষে আয়োজন করা হয়েছে এই ক্রিকেট টুর্নামেন্টের। তারই আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এদিন।

