মালদা, ১১ ফেব্রুয়ারি। ছয় দফা দাবি নিয়ে চরম আন্দোলনের পথে নামলো আদিবাসীদের বৃহৎ সংগঠন আদিবাসী সিঙ্গেল অভিযানের নেতাকর্মীরা

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ প্রথম পাতা বিনোদন রবিবার রাজ্য

ছয় দফা দাবি নিয়ে চরম আন্দোলনের পথে নামলো আদিবাসীদের বৃহৎ সংগঠন আদিবাসী সিঙ্গেল অভিযানের নেতাকর্মীরা । শনিবার সকাল ছয়টা থেকেই মালদার গাজোল ব্লকের আদিনা স্টেশন রেল লাইনে আদিবাসীদের ওই সংগঠনের শতাধিক নেতাকর্মীরা অবরোধ করে বিক্ষোভ দেখান। এর পাশাপাশি এদিন মালদার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করারও হুঁশিয়ারি দিয়েছেন ওই সংগঠনের নেতাকর্মীরা। যদিও আন্দোলন শুধু মালদাতেই নয় পশ্চিমবঙ্গ সহ ঝারখান্ড, বিহার, আসাম, উড়িষ্যা এই পাঁচটি রাজ্যেই একযোগে শুরু হয়েছে বলে আদিবাসী সিঙ্গেল অভিযানের তরফ থেকে জানানো হয়েছে।
আদিবাসী সিঙ্গেল অভিযানের উপস্থিত বিক্ষোভকারী নেতাকর্মীদের বক্তব্য , চলতি বছর সারনা ধর্মের জন্য পৃথক কলাম কোর্ট চালু করার দাবি জানানো হয়েছিল। এছাড়াও পরেশনাথ পাহাড়কে তাদের হস্তান্তরিত করতে হবে। ঝাড়খন্ড রাজ্যে সাঁওতালি ভাষাকে প্রথম রাজ ভাষার মর্যাদা দেওয়ার দাবি রয়েছে। এরকমই ছয় দফা দাবি নিয়েই রেলরকো আন্দোলন শুরু হয়েছে।
আদিবাসী সিঙ্গেল অভিযানের উত্তরবঙ্গ জোনাল সভাপতি মোহন হাঁসদা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই আমরা কেন্দ্র সরকারের কাছে নিজেদের দাবি-দাওয়ার বিষয়গুলি নিয়ে আবেদন জানিয়েছিলাম। কিন্তু কেন্দ্র সরকার কোন রকম ভাবেই আদিবাসীদের এইসব বিষয়গুলি নিয়ে গুরুত্ব দিচ্ছে না । তাই আমরা বিগত দিনে রেল রকো অভিযানের কর্মসূচি ঘোষণা করেই এদিন এই আন্দোলন ও অবরোধ শুরু করেছি। এদিন সকাল ছয়টা থেকেই রেলরকো অভিযান শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *