শনিবার দুপুরে কালিয়াগঞ্জ পুরসভার ১৭ টি ওয়ার্ডের ১৭ জন আশা কর্মীকে সরকারি নির্ধারিত কালার যুক্ত নতুন শাড়ি প্রধান করা হল কালিয়াগঞ্জ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে।এদিন পুরসভায় অরাম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নতু৷ শাড়ি গুলি তুলে দেওয়া হয় আশা কর্মীদের হাতেএর আগে ছাতা প্রদান করা হয়েছিল। পাশাপাশি আশা কর্মীদের ব্যাগ ও প্রদান করা হবে আগামীতে। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা,উপ পুরপ্রধান ঈশ্বর রজক,স্যানেটারী ইসপেক্টার সুরজীত কৈইরি সহ বেশ কিছু কাউন্সিলারের উপস্থিত ছিলেন একদিনের অনুষ্ঠানে।

