দুই পক্ষের বিবাদে গুরুতর আহত এক জন। লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রাপ্তার অভিযুক্ত। বুনিয়াদপুর শহরের এক নম্বর ওয়ার্ড নারায়ণপুর এলাকার ঘটনা

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে বুনিয়াদপুর শহরের এক নাম্বার ওয়ার্ডে নারায়ণপুর হইতে খুশিপুরের একটি নতুন রাস্তার কাজ শুরু হয়েছে বলে মাফজগ চলছিল। রাস্তার কাজের জন্য একটি জেসিবি নারানপুরের দিক থেকে খুশিপুরের দিকে গিয়েছিল। সেই জিসিবি টি অভিযুক্ত ব্যক্তি রুনু শীলের (৪০) বাড়ির সামনের রাস্তা দিয়ে বের করার সময় বেজায় চোটে যায় রুনু শীল জেসিবি ওয়ালার উপরে। রাস্তার কাজের জেসিবি দেখা শোনা করতেন নারায়ণপুরের বাসিন্দা তথা আহত ব্যক্তি জাকিরুল মণ্ডল (৩০)। নারায়ণপুরের বাসিন্দা তথা অভিযুক্ত ব্যক্তি রুনু শীলের দাবি তার বাড়ির সামনে দিয়ে সরকারি ৮ ফিটের রাস্তা থাকলেও সে জেসিবি বা কোন বড় গাড়ি তার বাড়ির সামনে দিয়ে যেতে দেবেন না। রুনু শীলের বাড়ির সামনে দিয়ে কোন বড় গাড়ি গেলে তাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন বলে গ্রামবাসীদের অভিযোগ। এদিন সন্ধ্যা নাগাদ রাস্তার কাজ করে রুনু শীলের বাড়ির সামনে দিয়ে জেসিবি আসার সময় রুনু শীল জেসিবি দেখাশোনা করা ব্যক্তি জাকিরুলকে বাড়ির সামনে দাঁড় করিয়ে ঝামেলা সৃষ্টি করেন। রুনু শীল পেশায় তিনি দর্জির কাজ করেন বলে তার হাতে একটি ভারী কাপড় কাটা কাঁচি ছিল। জাকিরুল প্রতিবাদ করায় অভিযুক্ত ব্যক্তি রুনু শীলের হাতে থাকা কাঁচি দিয়ে জাকিরুল এর মাথায় কোপ মারে। ঘটনায় মাথা ফেটে গুরুতর আহত হয় জাকিরুল ও রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। গ্রামবাসীদের সহযোগিতায় জাকিরুল কে নিয়ে আসা হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। রশিদপুর গ্রামীণ হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর উন্নত মানের চিকিৎসা করার জন্য রেফার করা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাকে ঘিরে লিখিত অভিযোগ দায়ের করা হয় বংশীহারী থানায়। বংশীহারী থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে পুরো ঘটনা তদন্ত শুরু করেছেন। পুরো ঘটনাকে ঘিরে অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বাবু নুর জামান ও রফিকুল ইসলাম অভিযোগ করে জানিয়েছেন ওই এলাকার বাসিন্দা রুনু শীল এর বাড়ির সামনে দিয়ে সরকারি ৮ ফিটের রাস্তা রয়েছে। কিন্তু তারপরেও রুনু শীলের বাড়ির সামনে দিয়ে বড় কোন গাড়ি ঢুকলে অনবরত ঝামেলা সৃষ্টি করেন। আজকেও সরকারি রাস্তার কাজের জন্য জেসিবি তার বাড়ির সামনে দিয়ে গিয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে জাকিরুল মন্ডল কে ধারালো ভারারি কাচি দিয়ে মাথায় কোপ মেরে আহত করে দেয়। আমরা তাকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এসেছি। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে, আমরা এই অভিযুক্ত রুনু শীলের কঠোরতম শাস্তির দাবি জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *