রায়গঞ্জ ইনস্টিটিউটে শুরু হল চার দিন ব্যাপী রাই নাট্যোৎসব ২০২৪। প্রতিবারের মত এবারও এই নাট্যোৎসবে অংশ নিয়েছে স্থানীয় নাট্য দল ছাড়াও কলকাতা, কোচবিহার সহ বাইরের বিভিন্ন নাটক দল। শুরুর দিন শেক্সপিয়ার রচিত ওথেলো নাটক মঞ্চস্থ করা হয়। এদিন নাট্যপ্রেমী লোকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। কোণায় কোণায় ভর্তি হয়ে ছিল দর্শকাশন। তবে এই নাটক বহু মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও দেখতে পারেন নি বলে জানিয়েছেন উদ্যোক্তা রা। তাদের কাছে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে তারা জানান আবারও খুব তাড়াতাড়ি এই নাটক আবারও মঞ্চস্থ করা হবে। তবে সংস্কৃতিপ্রেমী মানুষ যে এই চারদিন ব্যাপী নাটক গুলি উপভোগ করেন এটাই আয়োজক দের স্বার্থকতা বলে জানিয়েছেন তারা।
বাইট: নীলাদ্রি সরকার (সম্পাদক, রায়গঞ্জ ইনস্টিটিউট নাট্য বিভাগ

