অচলাবস্থা আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের তোর্ষা চা বাগানে। বাগান ছেড়ে চলে গেল বাগান কতৃপক্ষ। চিন্তার ভাঁজ শ্রমিকদের কপালে। শ্রমিকদের অভিযোগ, প্রায় দুমাসের বেতন বকেয়া রয়েছে তাদের। এরপর এ নিয়ে সোমবার শ্রম দফতরের ডাকে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হলেও মালিকপক্ষ আসেনি সেখানে। এদিন কোনো বিজ্ঞপ্তি জারি না করেই বাগান ছেড়ে চলে যান ম্যানেজার। ইতিমধ্যেই বকেয়া বেতন প্রদানের দাবিতে কাজ বন্ধ করে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন শ্রমিকেরা।পাশাপাশি, শ্রমিকদের আরও অভিযোগ তোর্সা বাগান মালিক বিদ্যুৎ বিল পরিশোধ না করায় একাধিক শ্রমিক মহল্লায় বন্ধ বিদ্যুৎ পরিষেবা।ফলে পানীয় জলের সমস্যাতেও ভুগছেন বাগানের কয়েকশো শ্রমিক। এরমাঝে কতৃপক্ষ বাগান ছেড়ে চলে যাওয়ায় দুশ্চিন্তায় বাগানের ৬৫০ শ্রমিক পরিবার। ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলায় পাঁচটি চা বাগান বন্ধ হয়ে রয়েছে, যার মধ্যে তিনটি চা বাগান কালচিনি ব্লকেরই অন্তর্গত।এর মাঝে ব্লকের আরেকটি বাগানে অচলাবস্থা শুরু হওয়ায় বাগানের ভবিষ্যত নিয়ে সংশয়ে শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতৃত্বরা।

