একাধিক দাবিতে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করল আদিবাসী সেঙ্গেল অভিযান

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর,৯ জুলাই : ———————–একাধিক দাবিতে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করল আদিবাসী সেঙ্গেল অভিযান। এদিন বিক্ষোভের জেরে গঙ্গারামপুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দাবি গুলির মধ্যে ছিল আদিবাসী গ্রাম ও সমাজের সংবিধান ও গণতন্ত্র লাগু করতে হবে।এদিনের কর্মসূচির নেতৃত্ব দেন আদিবাসী সেঙ্গেল অভিযানের জেলা সভাপতি পরিমল মার্ডি,আদিবাসী সেঙ্গেল অভিযানের গঙ্গারামপুর ব্লক সভাপতি তাঁতি টুডু সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *