গঙ্গারামপুর ১ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর। সমবায় সমিতির নতুন ম্যানেজারের চেয়ারে বসলেন সমবায়ের ক্যাশিয়ার।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে কালদিঘি এগ্রিকালচারাল মার্কেটিং সোসাইটি লিমিটেডের ম্যানেজার সন্তোষ দাস এদিন তার পদ থেকে অবসর গ্রহণ করেন। তার জায়গায় পদোন্নতি পেয়ে সেই চেয়ারে বসলেন সমবায়ের কোষাধক্ষের দায়িত্বে থাকা অধীরবাবু। অবসরের গ্রহণের দিনে সন্তোষ দাস জানালেন, অধীর কুমার দেবশর্মা আরো ভালো করে দায়িত্ব সামলাবেন বলে তিনি আশাবাদী। অধীর বাবু বলেন, সমবায়ের সকল আধিকারিকদের নিয়ে ও পুরনো ম্যানেজার যেভাবে এই সমবায়টিকে চালিয়ে এসেছেন সুনামের সঙ্গে তিনিও চেষ্টা করবেন সমবায়টি চালাতে। সংস্থার চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস বলেন, আমরা আশা রাখছি নতুন ম্যানেজারের দায়িত্ব পাওয়া অধীর কুমার দেবশর্মা আগের ম্যানেজারের মতোই দায়িত্বের সঙ্গে কাজ করবেন।এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ম্যানেজার সন্তোষ বাবুকে অবসরের দিনে সম্মানের সঙ্গে বিদায় জানান সমবায় কর্তৃপক্ষ। নতুন অধীর রঞ্জন দেবশর্মাকে ম্যানেজারের পদে বসান।সেখানে বিশিষ্টজনেরা উপস্থিত উপস্থিত। দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে যে সমস্ত সমবায় সমিতি গুলি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে গঙ্গারামপুর ব্লকের কালদিঘীতে অবস্থিত এগ্রিকালচারের মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নাম সবার উপরেই রয়েছে। বহুদিন ধরেই এই সমবায়ের ম্যানেজার পদে ছিলেন সন্তোষ দাস।সমবায়ের কোষাধক্ষ পদে বহুদিন ধরে ছিলেন অধীর বাবু।বর্তমানে ওই সমবায় সমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন ১৫নম্বর ওয়ার্ডের শিববাড়ি এলাকার বাসিন্দা জয়ন্ত কুমার দাস।সমবায়ের দায়িত্ব থাকা সমস্ত আধিকারিক ম্যানেজার, কোষাধ্যক্ষদের নিয়ে চেয়ারম্যান জয়ন্ত বাবু এই সমবায়ের কাজ করবে কৃষকদের কাছে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এসেছেন বহুদিন ধরেই। বুধবার গঙ্গারামপুর এগ্রিকালচারাল মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ম্যানেজারের পদ থেকে অবসর নেন দীর্ঘদিন ধরে সেখানে কাজ করা সন্তোষ দাস। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কালদিঘি সমবায় হিমঘরের ভেতরে একটি অনুষ্ঠান করে সন্তোষ বাবু বিদায় বেলায় তাকে সম্মান জানানো হয় সমবায়ের তরফে। সেখানে সমবায়ের চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস, ভাই চেয়ারম্যান মজিবুর রহমান, বোর্ড অফ ডিরেক্টর শমসের আলী লুৎফর রহমান, সভাপতি বাবুল দাস, ম্যানেজারের পদ থেকে অবসর নেওয়া সন্তোষ দাস,নতুন কোষাধ্যক্ষের পদে থেকে ম্যানেজারের পদে শপথ নেওয়া অধীর কুমার দেবশর্মা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

