বিদ্যুৎ না থাকার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনা পঞ্চায়েতের ফতেপুর গ্রামে গত তিন দিন ধরে বিদ্যুৎ নেই। এই সমস্যার সমাধানের দাবিতে স্থানীয় বাসিন্দারা রাজ্য সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বিদ্যুৎ সরবরাহের দীর্ঘস্থায়ী ঘাটতি এবং বর্ষা মৌসুমে সমস্যা আরও প্রকট হওয়ায় গ্রামবাসীরা কঠিন সময় পার করছেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, গত কয়েক মাস ধরে সামান্য বৃষ্টি হলেই বিদ্যুৎ চলে যায় এবং কখনও কখনও কয়েক দিন পর্যন্ত তা ফিরে আসে না। এই বিদ্যুৎ সমস্যার কারণে তাদের দৈনন্দিন জীবনযাত্রা চরম বিপর্যস্ত হয়েছে। এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে গ্রামবাসীরা সড়কে নেমে এসে তাদের দাবিগুলি জানাতে বাধ্য হয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *