বংশীহারী থানার অন্তর্গত জোড়দিঘী এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার অভিযোগ তুলে পথ অবরোধ এলাকাবাসীদের, প্রশাসনের আশ্বাসে মিটলো সমস্যা

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

বংশীহারী থানার অন্তর্গত জোড়দিঘী এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার অভিযোগ তুলে পথ অবরোধ এলাকাবাসীদের, প্রশাসনের আশ্বাসে মিটলো সমস্যা গঙ্গারামপুর ২৭জুন দক্ষিণ দিনাজপুর।বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ক্ষিপ্ত বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত জোড়দিঘী এলাকায়। বহু সময় ধরে এমন সমস্যার সমাধান না হওয়ায় তারা রাস্তা অবরোধ করে আন্দোলনে নামে ।পরে প্রশাসনে হচ্ছে ক্ষেপে দীর্ঘ সময় পর সমস্যা মেটে।
লোডশেডিং এর অভিযোগ তুলে বৃহস্পতিবার রাত্রি আটটা নাগাদ বুনিয়াদপুর থেকে রায়গঞ্জ যাবার জাতীয় সড়কের জোড়দিঘী এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষিপ্ত স্থানীয় গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, বংশীহারী ব্লকের অন্তর্গত জোড়দিঘী, জোকাহার, আমকুড়িয়া, দিঘি বংশীহারী, দৌয়াকুরি, কাকাহার মাঝাপাড়া, রানিপুর, মদন পুকুর সহ আরো বেশি কয়টি গ্রামে বেশিরভাগ সময় বিদ্যুত পরিষেবা বন্ধ থাকে। লিখিতভাবে বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি গ্রামবাসীদের। অন্যান্য গ্রামগুলিতে বিদ্যুৎ থাকলেও জোড়দিঘী, জোকাহার, আমকুড়িয়া, দিগি বংশীহারী, দৌয়াকুরি, কাকাহার মাঝাপাড়া, রানিপুর, মদন পুকুর গ্রামগুলিতে বিদ্যুৎ বেশিরভাগ বন্ধ থাকে। গ্রামবাসীদের অভিযোগ বিগত দুই বছর আগে এই গ্রামগুলিতে জোড়দিঘি পোপার থেকে বিদ্যুৎ দেওয়া কালীন এরকম লোডশেডিং এর সমস্যা ছিল না। কিন্তু বিগত দু’বছর ধরে এই সমস্ত গ্রামগুলিতে হরিরামপুরের বিদ্যুৎ পরিষেবা সংযুক্ত করার পর থেকে বেশিরভাগ সময় এই গ্রামগুলিতে লোডশেডিং এর প্রচন্ড সমস্যা হয়ে আসছে। গ্রামবাসীদের অভিযোগ এ সমস্ত গ্রামগুলিতে অতি দ্রুত আগের মত জোড়দিঘি পোপার এর সঙ্গে সংযুক্ত করা হোক। লিখিতভাবে বিদ্যুৎ দপ্তরেও এ সমস্যার কথা তুলে ধরা হয়েছে। কিন্তু তারপরও সমস্যার সমাধান হয়নি। একপ্রকার বাধ্য হয়ে ক্ষিপ্ত গ্রামবাসীরা বৃহস্পতিবার রাত্রিবেলা জোড়দিঘি এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। দ্রুত সমস্যা সমাধান না হলে এরপরে এর থেকেও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুশিয়ারী গ্রামবাসীদের। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ। সমস্যার সমাধানের আশ্বাস দিলে দীর্ঘ দেড় ঘন্টা পর রাস্তা অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। এবিষয়ে স্থানীয় বাসিন্দা গীতা ঘোষ, লক্ষ্মী ঘোষ, প্রশান্ত ঘোষেরা অভিযোগ করে জানিয়েছেন, আমাদের এই গ্রামগুলোতে বিগত দেড় বছর ধরে লোডশেডিং এর সমস্যায় ভুগতে হচ্ছে। বিগত দেড় বছর আগে এই সমস্যা হত না। যবে থেকে জোড়দিঘি পোপারের সঙ্গে আমাদের বিদ্যুত পরিষেবা বন্ধ করে হরিরামপুর অফিস থেকে বিদ্যুৎ পরিষেবা দেবার পর থেকে লোডশেডিং সমস্যায় পড়তে হয়েছে আমাদের। আমরা বিদ্যুৎ দপ্তরে একাধিকবার লিখিতভাবে অভিযোগ জানানোর পরেও সমস্যা সমাধান হয়নি। আমরা চাই জোড়দিঘি পপারের সঙ্গে বুনিয়াদপুর বিদ্যুৎ দপ্তর থেকে আমাদের গ্রামগুলিতে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হোক। তা না হলে আমরা এরপরে আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। এছাড়াও কুশমন্ডি থানার অন্তর্গত আমিনপুর বটতলী এলাকাতেও একই সমস্যায় রয়েছে ওই এলাকার গ্রামবাসীরা। আবহার, মিঠাপুকুর, মোল্লাপাড়া, চাকদা পাড়া সহ আরো বেশ কয়েকটি গ্রামে একই রকম লোডশেডিং এর সমস্যায় রয়েছে ওই এলাকার গ্রামবাসীরা। অভিযোগ দু’ঘণ্টা লাইন থাকলে ছয় ঘন্টা লোডশেডিং থাকে এই গ্রামগুলিতে।
এবিষয়ে ওই এলাকার দুই বাসিন্দা আজিবুল হক ও বকুল মন্ডল অভিযোগ করে জানিয়েছেন কুশমন্ডি ব্লকের আমিনপুর বটতলী এলাকার আবহার, মিঠাপুকুর, মোল্লাপাড়া, চাকদা পাড়া সহ আরো বেশ কয়েকটি গ্রামে বেশিরভাগ সময় লোডশেডিং থাকে। দু’ঘণ্টা লাইন থাকলে ছয় ঘন্টা লোডশেডিং থাকে এই গ্রামগুলিতে। আমরা চাই আমাদের এই গ্রামগুলোতে রাত্রিবেলা লোডশেডিং না দিয়ে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হোক। তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। গঙ্গারামপুর মহকুমার বুনিয়াদপুরের স্টেশন মাস্টার জানিয়েছেন, সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধান করা আছে দেওয়া হয়েছে। ঘটনা ব্যাপক চালু যানজটের সৃষ্টি হয়, পুলিশ এসে যানজট মুক্ত করে পুরো পরিস্থিতি শান্ত করে। ঘটনায় ব্যাপক শোরগোল পরে এলাকাজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *