তপন থানার রামপুরের মিনাপাড়ার ৫১২নম্বর জাতীয় সড়কের উপরে ট্রাকের ধাক্কায় টোটো চালকের মৃত্যু সহ আহত হল আরো একজন, করা হল পথ অবরোধও

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ প্রথম পাতা রবিবার রাজ্য

গঙ্গারামপুর ২৮ জানুযারি দক্ষিণ দিনাজপুর -ট্রাকের ধাক্কায় এক টোটো চালকের মৃত্যু সহ আরো একজন গুরুতর আহত হবার ঘটনায় ব্যপক শোরগোল পড়েছে এলাকাজুড়ে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার রামপুরের মিনাপাড়ার ৫১২নম্বর জাতীয় সড়কের উপরোষ্টনার প্রতিবাদ জানিয়ে উত্তেজিত গ্রামবাসীরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পরে। দীর্ঘ প্রায় দুঘণ্টা অবরোধ চলার পরে তপন থানা ও রামপুর পুলিশ ফাঁড়ির পুলিশ বিরাট র‍্যাফ বাহিনী নিয়ে এসে অবরোধ তোলে৷ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেন এলাকার মানুষজন। পরিস্থতি সামালদেন এলাকার শাসকদলের এক অঞ্চল তৃণমুল নেতা।পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঘটনায় মৃতের পরিবার সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
তপন থানা ও রামপুর পুলিশ ফাঁড়ি সুত্রে যানা গিয়েছে, ট্রাকের ধাক্কায় মৃত ওই টোটো চালকের নাম মাজিপুর মিঞা (৪৬) বছর। তাঁর বাড়ি গঙ্গারামপুর থানার আউয়া এলাকায়। ঘটনায় টোটোতে থাকা আরো এক যাত্রী গুরুতর আহত অবস্থায় তাঁকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে যানা গিয়েছে হাসপাতাল সুত্রে।
মৃতের পরিবার সুত্রে যানা গিয়েছে, শনিবার সকালে মৃত টোটো চালক বেশ কয়েকজন যাত্রী নিয়ে তপন থানার রামপুর হাটে যাচ্ছিল।সেই সময় হটে যাবার জন্য বেশ কয়েকজন যাত্রী তাঁর টোটোর মধ্যে ছিল বলে যানা গিয়েছে।বালুরঘাটের দিক থেকে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে তপন থানার মিনাপাড়াতে ধাক্কা দিলে ঘটনাস্থলে টোটো চালকের মৃত্যু হয়।টোটোতে থাকা এক যাত্রী গুরুতর আহত হয় সেই ট্রাকের ধাক্কায়। তাঁকে এলাকার লোকজন উদ্ধার করে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। ঘটনার খবর পাবার পরেই মৃতের পরিবার সহ এলাকাবাসী ছুটে এসে অভিযুক্ত গাড়ির চালককে গ্রেফতারের দাবি জানায়।এর পরেই তপন থানার মিনাপাড়াতে ৫১২নম্বর জাতীয় সড়কের বালুরঘাট ভায়া মালদা জাতীয় সড়ক অবরোধ করে রাখে। খবর পেতেই সেখানে রামপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ছুটে আসে ছুটে আসে তপন থানা থেকে র‍্যাফ বাহিনী নিয়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিক৷প্রায় দুই ঘন্টা ধরে অবরোধ করে রাখে ক্ষুদ্ধ গ্রামবাসীরা।
এবিষয়ে মৃতের ভাই ও মৃতের এলাকাবাসী সাইদুল সরকারেরা অভিযোগ করে বলেন, ট্রাকের কারণেই তরতাজা জীবন চলে গেল ।গাড়ি ও তাঁর চালককে গ্রেফতার করা না হলে আমাদের অবরোধ আন্দোলন চলতে থাকবে। ঘটনার খবর পেতেই সেখানে ছুটে যান উদয় অঞ্চল তৃণমূলের সভাপতি নারায়ণ বর্মন। তিনি সেখানে ছুটে গিয়ে গ্রামবাসী ও পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে পুলিশ আশ্বাস দেয় যে,দ্রুত গাড়ি ও তাঁর চালক ধরা পড়বে।
সেই আশ্বাস পাবার পরে প্রায় দুঘন্টা পরে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা।
তপন থানা ও রামপুর পুলিশ ফাঁড়ির পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় মৃতের পরিবার সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *