গঙ্গারামপুর ১৬জুন দক্ষিণ দিনাজপুর———————–মারুতি গাড়ির ধাক্কায় ভুটভুটিতে থাকা ১২জন সহ মোট ১৮জন আহত হয়েছে।তার মধ্যে ৮জন মৎস্যজীবী পেশার সঙ্গে যুক্ত থাকা বাসিন্দাদের অবস্থা আশঙ্কা জনক।রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ফুলবাড়ির হাজীচক এলাকায়। এলাকার বাসিন্দারা ভুটভুটি ও মারুতি গাড়িতে কমবেশি আহত হওয়া প্রায় ১৮জনকেই উদ্ধার করে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। কিছু সময়ের জন্য বালুরঘাট মালদা ৫১২ নম্বর জাতীয় সড়ক ফুলবাড়ী হাজীচকে যানজটের সৃষ্টি হয় ,যদিও পুলিশ এসে যানজট মুক্ত করে। ঘটনায় ব্যাপক শোরগোল পরে এলাকাজুড়ে।তদন্ত শুরু করেছে পুলিশ। গঙ্গারামপুর থানা ও ট্রাফিক সূত্রে জানা গিয়েছে যে, রবিবার রাত্রিতে পুকুরে মাছের কাজের সঙ্গে যুক্ত থাকা ১২জন যাত্রী একটি ভুটভুটি নিয়ে রামপুরের দিক থেকে গঙ্গারামপুরের দিকে আসছিল। সেই সময় রামপুরের দিক থেকে গঙ্গারামপুরের দিকে একটি পাইভেট মারুতি গাড়ি পরিবার নিয়ে বিয়ে বাড়ির উদ্দেশ্যে গঙ্গারামপুরের দিকে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় মারুতি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গঙ্গারামপুর থানার ফুলবাড়ির হাজীচক এলাকায় ভুটভুটিতে থাকা মৎস্যজীবী পেশার সঙ্গে যুক্ত থাকা ১২জন যাত্রীকে ধাক্কা মারে। ভুটভুটিতে থাকা ১২জন মৎস্যজীবী পেশার সঙ্গে যুক্ত বাসিন্দা আহত হয়। তারমধ্যে ০৮ অবস্থা আশঙ্কজনক। অন্যদিকে মারুতি গাড়িতে থাকা চালক,৩ মহিলা সহ ৫জনও আহত হয়। পুরো বিষয়টি দেখতে পেয়ে হাজীচক এলাকার বাসিন্দারা মারুতি গাড়ির ধাক্কায় ভুটভুটিতে থাকা ১২জন ও মারুতি গাড়িতে থাকা ৩মহিলা সহ ৫জনক মোট ১৭জনকেই গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। হাজীচক এলাকার গ্রামবাসী তথা আহতদের উদ্ধারকারী মাহবুব সরকার ,রাকিব মণ্ডল, জাহাঙ্গীর আলী মীরা জানিয়েছেন, ঘটনা দেখতে পেয়েই সকলকে উদ্ধার করে হাসপাতলে ভর্তি করা হয়েছে।মারুতি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এমন ঘটনা ঘটিয়েছে। ভুটভুটিতে থাকা ছাত্ররা বেশি আহত হয়েছে। এলাকার গ্রামবাসী তথা আহতদের আত্মীয় ইমরান আলী , হামিদুর মিঞারা জানিয়েছেন, ভুটভুটিকে ধাক্কা মারে একটি মারুতি গাড়ি। তারফলে এমন ঘটনা ঘটে।এলাকার বাসিন্দারা আহতদের ভর্তি করেছে।আমরা খবর পেয়ে তাদের দেখতে এসেছি হাসপাতালে। এদিকে এমন ঘটনা ঘটার ফলে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি হাজীচক এলাকায় বালুরঘাট মালদা ৫১২ নম্বর জাতীয় সড়কে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। খবর যায় গঙ্গারামপুর থানা ও ট্রাফিক পুলিশে। তারা এসে রাতেই ঘাতক মারুতি গাড়ি ও ভুটভুটিকে উদ্ধার করে থানা নিয়ে যায় ও রাস্তার যানজট মুক্ত করে। গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে, আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় ব্যাপক শোরগোল পরেছে এলাকাজুড়ে।

