গঙ্গারামপুর 17 জুন দক্ষিণ দিনাজপুর———————––স্কুল থেকে ছুটি নিয়ে দাদুর বাড়িতে বেড়াতে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক দশম শ্রেনীতে পড়াশুনা করা ছাত্র।ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নান্দর এলাকায়।মৃত ছাত্র বংশীহারী ব্লকের আল আমিন মডেল স্কুলের ছাত্র ছিল।পুলিশ মৃতদেহ উদ্ধার করে বালুরঘাটে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।এমন ঘটনায় পরিবারে ও স্কুলে নেমে এসেছে শোকের ছায়া ,তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে,মৃত ওই ছাত্রের নাম রহমত মিঞা,বয়স(১৮) বছর।তার বাড়ি বংশীহারী থানার উত্তর শ্রীরামপুরে।সে এবছর বংশীহারী ব্লকের আল আমিন মডেল স্কুলের দশম শ্রেণীর এক ছাত্র ছিল। স্কুল সূত্রে খবর,বিশেষ প্রয়োজনে বংশীহারী ব্লকের আল আমিন মডেল স্কুল থেকে ছুটি নিয়ে দাদুর বাড়ি গঙ্গারামপুর থানার নান্দর এলাকায় বেড়াতে এসেছিল।মৃত ছাত্রের দাদুর পরিবার সূত্রে জানা গিয়েছে ,নাতি বেড়াতে এসেছিল।সকাল হতে ঘরের দরজা না খোলায় পরে দেখতে প্রায় দেহ ফাঁসিতে আটকে রয়েছে। থানাতে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
মৃত ছাত্রের এক আত্মীয় তথা এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য মফিজুর রহমান জানিয়েছেন,ওযে এভাবে চলে যাবে সেটা ভাবতেই পারছিনা। গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ বালুরঘাটে ময়নাতদন্তে পাঠিয়ে কি কারনে এমন ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় মৃতের পরিবারে ও স্কুলে নেমে এসেছে শোকের ছায়া ।

