মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই শিশু বাচ্চা সহ ৯ জন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরে

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরে মারুতির সঙ্গে সিএনজি ও টোটোর ধাক্কায় গুরুতর আহত দুই শিশু বাচ্চা সহ ৯ জন। একটি মারুতি গঙ্গারামপুরের দিক থেকে বুনিয়াদপুরের দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সিএনজিতে প্রথমে সজোরে ধাক্কা মারে। সিএনজিতে ধাক্কা মারার পর সামনে দাঁড়িয়ে থাকা আরও এক টোটোতে সজরে ধাক্কা মারে মারুতিটি। ঘটনায় আহত হয় সিএনজিতে থাকা যাত্রীরা ও টোটো তে থাকা যাত্রীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে সিএনজিতে থাকা আহতদের নাম সিএনজি চালক গোলাম মর্তুজা (৩২), সিএনজিতে থাকা যাত্রী নাজিমুল হক (৪২) সাবিনা পারভিন (৪০) সুমন সরকার (১২)। সিএনজিতে থাকা যাত্রীদের বাড়ি কুশমন্ডি থানার অন্তর্গত আমিনপুর চাকদাপাড়া এলাকায়। এরা শশুর বাড়ি যাদবপুর থেকে সিএনজি ভাড়া করে বাড়ি যাচ্ছিলেন। বাড়ি যাবার পথে ছেলের জুতা কেনার জন্য বুনিয়াদপুরে দাঁড়িয়ে ছিলেন। পাশাপাশি টোটো তে থাকা টোটো চালক আমিনুল ইসলাম (৫৭) সহ টোটো তে থাকা যাত্রী মানিকুল ইসলাম (৩৭) শাহিনুর খাতুন (৩০) মজিদা বিবি (৩৬) মনিরা পারভিন (৯) দুর্ঘটনায় আহত হয়। টোটো তে থাকা যাত্রীদের বাড়ি প্রামানিক পাড়া এলাকায়। টোটো করে ফ্রিজ কেনার জন্য বুনিয়াদপুরে এসেছিলেন। পিছন দিক থেকে একটি মারতি এসে সজোরে প্রথমে সিএনজিতে ও তারপর টোটো তে ধাক্কা মারলে ঘটনায় আহত হয় টোটো তে থাকা ও সিএনজিতে থাকা যাত্রীরা। তড়িঘড়ি আহতদের নিয়ে যাওয়া হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। রশিদপুর গ্রামীণ হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বংশীহারী থানার ও পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আহত ব্যক্তি মানিকুল ইসলাম জানিয়েছেন আমরা টোটোতেই বসে ছিলাম। একটি মারুতি বংশীহারীর দিক থেকে বুনিয়াদপুরের দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি সিএনজিতে সহযোগে ধাক্কা মারে। তারপরে আমাদের টোটো তে ধাক্কা মারে। ঘটনায় সিএনজিতে থাকা যাত্রীরা ও আমাদের টোটো তে থাকা আমি সহ আমার পরিবারের লোকজন গুরুতর আহত হয়। আমাদের টোটোর পিছনে একটি ফ্রিজ ও বাধা ছিল সেই দুর্ঘটনা ফ্রিজটি ভেঙে যায়। আমরা এখন রশিদপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রহমত আলম জানিয়েছেন বুনিয়াদপুরে ট্রাফিক সিগনালের আগে রাস্তার ধারে সিএনজি ও টোটো দাঁড়িয়ে ছিল। পিছন দিক থেকে একটি মারুতি প্রচন্ড দ্রুতগতিতে এসে সজোরে ধাক্কা মারে সিএনজিতে ও টোটো তে। ঘটনায় গুরুতর আহত হয় সিএনজিতে থাকা যাত্রীরা ও টোটো তে থাকা যাত্রীরা। আহতদের নিয়ে যাওয়া হয়েছে রশিদপুর গ্রামীন হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *