বজ্রপাতে মৃত এক জখম এক কিশোর। ঘটনায় এলাকায় শোকের ছায়া আছরে পড়ে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ ব্লকের ধরমপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মজলিসপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম মাঝিরাম মুর্মু (৪৩)। স্হানীয় সূত্রে জানা গিয়েছে সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হচ্ছিল। সেই সময় মাঠে গরু বাঁধতে গিয়েছিল ওই মাঝিরাম মুর্মু। মাঠেই বজ্রপাতে মৃত্যু হয় মাঝিরাম মুর্মু নামে ওই ব্যক্তির। অন্যদিকে এই ঘটনায় এক কিশোর জখম হয়। পাশাপাশি একই এলাকায় তিনটি গবাদি পশুর মৃত্যু হয়েছে বজ্রপাতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় স্হানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ পঞ্চায়েতের প্রতিনিধিরা। খবর দেওয়া হয় গোয়ালপোখর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গোয়ালপোখর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানোর জন্য ব্যবস্থা করছে। অন্যদিকে সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নুর আলম।
আম পারতে গাছে উঠলে আমগাছের ডাল ভেঙে পাকা রাস্তায় পড়ে গিয়ে মৃত্যু এক যুবকের। সোমবার ঘটনটি ঘটেছে চোপড়া থানার সদর চোপড়া এলাকার গুদরি বাজারের বিজেপি কার্যালয়ের সামনে।একটি পুরোনো বিরাট উচ্চতা সম্পূর্ণ আমগাছে আম পারতে উঠে অমর থাপা নামে এক যুবক,বয়স আনুমানিক ৩০ , জানা যায় মৃত ওই যুবকের বাড়ী গুদরি বাজার সংলগ্ন এলাকায়,। আম গাছের শীর্ষ ডালে আম পাড়তে গিয়ে ডাল ভেঙে পাকা রাস্তায় পড়ে যায় ওই যুবক।স্থানীয় সূত্রে জানা যায় অনুমানিক প্রায় 70 ফিট উচ্চতা থেকে পড়ে যায় ওই যুবক, গুরুতর যখন অবস্থায় স্থানীয়দের মদতে চোপড়া ব্লক দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানেই মহকুমা হাসপাতালের চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন,। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

