গঙ্গারামপুর বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বৃক্ষরোপণ করলেন গঙ্গারামপুর শহরের প্রতিবাদ ক্লাব। সেই সাথে চারা গাছ বিলি করা হল।
সারা বছর সমাজসেবা কাজ করে থাকেন গঙ্গারামপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লি এলাকার প্রতিবাদ ক্লাবের কর্মকর্তারা।নানান সামাজিক কাজের পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি করলেন ক্লাবের সদস্যরা। ক্লাব চত্বরের তাঁরা,বিভিন্ন ফল ও ফুলের গাছ লাগানোর পাশাপাশি সেগুন ও মেহুগুনি গাছ লাগান। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিবাদ ক্লাবের সভাপতি রামগোপাল বিশ্বাস,সম্পাদক উপেন সেন,অন্যতম কর্মকর্তা প্রভাত সরকার,বিশ্বজিৎ অধিকারি,বাপি বসাক,রাকেশ সাহা সহ আরো অনেকে।

