দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ১১ টি গ্রাম পঞ্চায়েত ১১ টি গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার প্রায় ৪০ হাজার আবেদন জমা পড়ে। আবেদন খতিয়ে দেখতে ময়দানে নামানো হয়েছিল প্রায় ২০০ আধিকারিককে। আবেদন খতিয়ে দেখার কাজ শুরু হতে প্রায় কয়েক হাজার নাম কাটা পড়ে। বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষোভ থেকে পথ অবরোধ। এমনি কী পঞ্চায়েত তালা লাগিয়েও আন্দোলনে নামে গ্রামের মানুষ। আবাস যোজনার ঘরের বহু নাম কাটা পড়তে আন্দোলনে নেমেছে বিরোধীরা। আবাস যোজনার ঘরের তালিকা প্রকাশ্য আনতে বিজেপির পক্ষ থেকে আন্দোলনে নামা হয়েছে। এদিন বিকেল হতে তপনে মিছিল করে বিডিও অফিসে বিক্ষোভ দেখানো হয়।
এদিন বিক্ষোভ কর্মসূচির আগে তপনের কসবার দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে বিজেপি নেতৃত্ব। এরপর তপনের থানামোড়,বাঘইট,হাসপাতাল রোড়,চৌরঙ্গি ঘুরে বিডিও অফিসে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। এরপর বিজেপির সাতজনের এক প্রতিনিধির দল বিডিওর কাছে গিয়ে দাবিপত্র তুলে দেন। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়,জিল্লুর রহমান প্রমুখ।
বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বলেন,তপনে বহু গবীর মানুষের নাম কাটা পড়েছে। আমরা ব্লক প্রশাসনের কাছে ঘরের তালিকা প্রকাশ্য আনার জন্য বহুবার দাবি জানিয়েছি। কিন্তু সেই তালিকা প্রকাশ্যে আনা হচ্ছে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে যে দুর্নীতি হচ্ছে সেটা যেন বন্ধ হয়। এবং প্রকৃত গরীব মানুষ যাতে ঘর পায় সেই দাবিতে আমাদের আন্দোলন।

