বামনগোলা: —————–————-আসন্ন লোকসভা নির্বাচন হাতে গোনা আর কয়েকদিন বাকি । এই বৈশাখের চাঁদি ফাটা রোদে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী থেকে প্রার্থী সবাই ব্যস্ত ভোট প্রচার করতে।বামন গোলা ব্লকের পাকুয়াহাট যা গোটা মালদার মধ্যে ঐতিহ্যবাহী হাট । এই সাপ্তাহিক হাটে তৃণমূল ও বিজেপি ব্যস্ত ভোট প্রচার করতে।সেই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিভিন্ন রাজনৈতিক দলের মহা মিছিল প্রথমে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল বের করা হয়। ডাকবাংলা ডেলি মার্কেট থেকে রেলি বের করে গোটা পাকুয়াহাট পরিক্রমা করে পাকুয়াহাট দলীয় কার্যালয় এসে শেষ হয়। মিছিলে দেখা গেল না তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জিকে-।অপরদিকে পিছিয়ে নেই বিজেপিও এদিন প্রথমে তারা বিজেপি কার্যালয় থেকে র্যালি বের করে যা গোটা পাকুয়াহাট পরিক্রমা করে পাকুয়াহাট বিজেপি দলীয় কার্যালয় শেষ হয় ।

