বামনগোলা-–বামনগোলা ব্লকের জগদ্দলা অঞ্চলের ডোমাডাঙ্গা এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে পুলিশি বাধার মুখে উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্ম। পুলিশের দাবি পারমিশন ছাড়া বাইক র্যালি করা হচ্ছে।
পাল্টা বিজেপির দাবি, বারবার অনুমতি চাওয়া সত্ত্বেও ইচ্ছে করে অনুমতি দেওয়া হচ্ছে না। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে।
মালদার বামন গোলার ঘটনা

