বালুরঘাটে মোদির সভার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন আইজি দ্বীপ নারায়ণ গোস্বামী। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তালকে সঙ্গে নিয়ে বালুরঘাট রেল স্টেশন মাঠের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন আইজি । এদিন প্রায় আধাঘন্টা ধরে রেল স্টেশন মাঠের যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি । পাশাপাশি জেলা বিজেপি নেতৃত্বদের সাথে কথা বলে বেশকিছু নির্দেশিকাও দিয়েছেন রাজ্য পুলিশের পদস্থ ওই আধিকারিক । উল্লেখ্য, আগামী ১৬ই এপ্রিল বালুরঘাটের বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তাঁর এই সভাকে ঘিরে প্রচুর মানুষের সমাগম হবার আশঙ্কা রয়েছে । যে কারণেই আরও তৎপর হয়েছে রাজ্য পুলিশ ।

