বালুরঘাট মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের ব্যবস্থাপনায় এবং মালঞ্চা হাই স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হলো যৌন নির্যাতন রোধে বিশেষ সচেতনতা শিবির । মূলত শিশুদের উপর যৌন নির্যাতন রুখতেই এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

শিবিরে অংশগ্রহণ করেন বালুরঘাট মহাবিদ্যালয়ের অধ্যাপক ড. দেবাশীষ নন্দী, অধ্যাপক দিলীপ ভট্টাচার্য, অধ্যাপক ভাস্বতী মুখার্জি সহ অন্যান্যরা। যৌন নির্যাতন রুখতে পক্সো আইনের উপর বক্তব্য রাখেন দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য সুরজ দাস। শিশু সুরক্ষার উপর বক্তব্য রাখেন দক্ষিণ দিনাজপুর জেলা শিশু সুরক্ষা ইউনিটের পিওআইসি সুবোধ দাস। বালুরঘাট মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড: দুলাল বর্মন জানিয়েছেন, গত সাত দিন ধরে চলা এনএসএস ইউনিটের বিভিন্ন কর্মকাণ্ড আজ এই সচেতনতা শিবিরের মাধ্যমে শেষ হলো । তিনি বলেন, এনএসএস ইউনিটের পক্ষ থেকে মালঞ্চা গ্রামটিকে দত্তক গ্রহণ করা হয়েছে। সেই কারণে সারা বছর ধরে বিভিন্ন বিষয়ের উপর এই মালঞ্চা গ্রামে কর্মসূচি গ্রহণ করা হয়। বালুরঘাট মহাবিদ্যালয়ের অধ্যাপক ড. বন্দনা ঘোষ বলেন, শিশুদের উপর যৌন নির্যাতন রুখতে এনএসএস ইউনিট যেভাবে কাজ করছে তা প্রশংসার যোগ্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *