উদিস নাট্য সংস্থায় প্রায় ২৯ জন সদস্য রয়েছে। নাটকে অংশগ্রহণ করেছিলেন ১০ জন প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রী। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত খিদিরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাসের সহযোগিতায় ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি নাটক করা হয়, নাটকটির নাম “আম পাকিলে মিঠো মানুষ পাকিলে তিত”। গত ১১ই ফেব্রুয়ারি মালদা টাউনহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সলিড ইউনিয়নের তরফ থেকে নাটক কম্পিটিশন ছিল। নাটক কম্পিটিশনে অংশগ্রহণ করে মালদা, দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুর তিনটি জেলার ৭ টি নাটকের দল। গত ৩ রা মার্চ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরুষরা বিতরণ করা হয়। উদিস নাট্য সংস্থার দল নাটক কম্পিটিশন অনুষ্ঠানে দ্বিতীয় স্থান অধিকার করেছে। পাশাপাশি উদিস নাট্য সংস্থার দুই জন সদস্য প্রথম ও তৃতীয় স্থান অধিকার করেছেন। এই নাটক কম্পিটিশনে খিদিরপুর প্রাথমিক বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের অভিনয় দেখে মুগ্ধ হয়েছে দর্শকরা।
এ বিষয়ে খিদিরপুর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও নাটকের কর্ণধার সুভাষ চন্দ্র দাস জানিয়েছেন আমাদের স্কুলের ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা একটি নাটক তৈরি করেছিলাম, সেই নাটকটির নাম আম পাকেলে মিঠো মানুষ পাকিলে তিতো। মালদা টাউনহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সলিড ইউনিয়নের পক্ষ থেকে একটি নাটক কম্পিটিশনের আয়োজন করা হয়। সেই কম্পিটিশনে আমাদের দল অংশগ্রহণ করে ও দ্বিতীয় স্থান অধিকার করে। দুইজন সদস্য প্রথম পুরস্কার ও তৃতী

