, বালুরঘাট, ৫ মার্চ —-— “আমাদের হবে শুরু আপনাদের হবে সারা ” সুকান্তর খাসতালুক বালুরঘাটে এসে এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। মঙ্গলবার বিকেলে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত জনগর্জন সভার প্রাক প্রস্তুতি সভা থেকে এভাবেই আক্রমনের সুর শোনা গেছে সায়নী ঘোষের গলাতে। যেখানে এদিন যুব তৃণমূলের রাজ্য নেত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাটের প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ, জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল, জেলা যুব তৃণমূল সভাপতি অম্বরিশ সরকার, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ তৃণমূলের প্রায় সমস্ত নেতৃত্বরাই উপস্থিত ছিলেন। যে সভা কে ঘিরে সাধারণ কর্মীদের ভিড়ও যথেষ্টই নজর কেড়েছিল। ১০ মার্চ ব্রিগেডে যে জনগর্জন সভার ডাক দেওয়া হয়েছে তার প্রাক প্রস্তুতি সভা করতেই এদিন বালুরঘাটে হাজির হন যুব তৃণমূলের রাজ্য নেত্রী। এদিন যে সভার শুরু থেকে শেষ পর্যন্ত বিজেপিকে জোড়ালো ভাষায় আক্রমণ করতে দেখা গেছে। তিনি বলেন, বিজেপি এখন ফেলো কড়ি মাখো তেলের খেলায় নেমেছে। যার ব্যাখ্যা দিতে গিয়ে এদিন ওই যুবনেত্রী বলেন আগে টাকা দিয়ে ভোটার কেনা হত। কিন্তু বিজেপি সেসব বদলে ফেলেছে। তারা এখন টাকা দিয়ে সরাসরি সাংসদ -বিধায়কদের কিনছে। এদিন তাদের উদ্দেশ্যেই জোড়ালো ভাষায় আক্রমণ করতে গিয়ে সায়নী বলেন, অল্পদিন বাকি, যা করার করে নিন। আমাদের হবে শুরু, আপনাদের হবে সারা। যার শুভারম্ভ বালুরঘাটের এই কেন্দ্র থেকেই ঘটবে এমনটাও জানিয়েছেন যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ।
সায়নী ঘোষ বলেন, সুকান্ত সাংসদ হয়েও বালুরঘাটের কোন উন্নয়ন হয়নি, রাজ্য সভাপতি হয়েও কোন উন্নয়ন হয়নি। উলটে তাদের সাংগঠনিক অবস্থা তলানিতে ঠেকেছে। তাই বালুরঘাটের মানুষ সিদ্ধান্ত নিয়ে অপেক্ষা করছে। ভোট ব্যাঙ্কে তার ফল মিলবে।

