উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় হাই মার্কস লাইটের উদ্বোধন করলেন ব্লকের সভাপতি

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল থেকে মন্ত্রী বিপ্লব মিত্রের সহযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলায় একাধিক হাই মার্কস লাইট ও ছোট ছোট একাধিক লাইট লাগানোর ব্যাবস্থা করা হয়েছে। বংশীহারী ব্লকের গাঙ্গুলিয়া গ্রাম পঞ্চায়েত, এলাহাবাদ গ্রাম পঞ্চায়েত, মাহাবাড়ি গ্রাম পঞ্চায়েত ও ব্রজ বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে চারটি হাই মার্কস লাইট লাগানো হয়েছে। মাহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুশকারি এলাকায় হাই মার্কস লাইট লাগানো হয়েছে। এই হাই মার্কস লাইট উদ্বোধন ও পরিদর্শন করতে পৌঁছান বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ পোশাক সহ অন্যান্য পঞ্চায়েতের সদস্যরা। পাশাপাশি পথশ্রী প্রকল্পের নতুন রাস্তা হওয়ার জায়গাগুলি পরিদর্শন করেন ও ৩, ৪, ৫ তারিখে জোড়দিঘী এলাকায় আদিবাসীদের জন্য মেলার মাঠ পরিদর্শন করলেন।

এই বিষয়ে বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবঙ্গে একাধিক উন্নয়নমূলক কাজ করে চলেছেন। এমন কোন পরিবার নেই যারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা পাননি। আমাদের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র সহযোগিতায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল থেকে একাধিক হাই মার্কস লাইট লাগানোর ব্যাবস্থা করা হয়েছে। আমাদের বংশীহারী পঞ্চায়েত এলাকায় চারটি বড় বড় হাই মার্কস লাইট লাগানো হয়েছে এছাড়াও একাধিক ছোট ছোট লাইটের ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে সেগুলোর কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *