মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় ব্যবহৃত বালুরঘাট স্টেডিয়াম মাঠ সংস্কারে হাত লাগালো জেলা প্রশাসন। স্টেডিয়ামের পুরোনো রুপ ফিরিয়ে আনতে যাবতীয় পদক্ষেপ নেওয়া শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। এদিন মাঠের পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে খোদ জেলা শাসক বিজিন কৃষ্ণ , অতিরিক্ত জেলাশাসক এবং বালুরঘাটের মহকুমা শাসক স্টেডিয়াম পরিদর্শন করেন। বালুরঘাট স্টেডিয়ামকে পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে আনতে অতি দ্রুত যাবতীয় পদক্ষেপ নাওয়ার নির্দেশ দেন জেলাশাসক। আগামী সাত আট দিনের মধ্যেই স্টেডিয়ামকে পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে আনা যাবে বলে আশ্বাস দিয়েছেন বিজিন কৃষ্ণা। উল্লখ্য, বিগত ৩০শে জানুয়ারী বালুরঘাট স্টেডিয়ামে সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যার পরেই মাঠের স্বাভাবিক অবস্থা কিছুটা বিঘ্নিত হয়ে পড়ে । যা নিয়ে সরব হতে দেখা গিয়েছে বিরোধী রাজনৈতিক দলকেও।

