বালির ডাম্পারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল সিভিক ভলেন্টিয়ারের।। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাস পাড়া গ্রাম পঞ্চায়েতের বান্দের হাট এলাকায়।। মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম জয়নাল হক (৩২)।। জানা যায় জয়নাল হক চোপড়া থানায় সিভিক ভলেন্টিয়ারে কর্মরত, বাড়ি চোপড়া ব্লকের অম্বিকানগর এলাকায়। বাইকে করে নাইট ডিউটি করে বাড়ি ফেরার পথেই বালির ডাম্পারের সঙ্গে দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় জয়নালকে শিলিগুড়ি একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।।

