রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসে বালুরঘাটে জ্বলবে এক লক্ষ প্রদীপ। জেলা জুড়ে রাম পুজোর তোড়জোড় বিজেপির নেতা কর্মীদের।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বালুরঘাট, ১৯ জানুয়ারী ——-— রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসে বালুরঘাটে জ্বলবে এক লক্ষ প্রদীপ। তোড়জোড় জেলা বিজেপি কর্মীদের মধ্যে। জানা গেছে, সোমবার রাম জন্মভূমি অযোধ্যায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুর্নাঙ্গ মাত্রা পাবে রাম মন্দিরের। যে দিনটিকে বিশেষ ভাবে স্মরনীয় করে রাখতে একাধিক উদ্যোগ গ্রহণ করে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। যার মধ্যে উল্লেখযোগ্য হিসাবে বালুরঘাটের আত্রেয়ী নদীর ঘাটে এক লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন করার উদ্যোগ গ্রহণ করে। শুধু তাই নয়, জেলার বিভিন্ন প্রান্তে রামকে পুজো করবার একাধিক কর্মসূচীও গ্রহণ করে জেলা বিজেপি।

জেলা বিজেপি নেতা বাপী সরকার বলেন, রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসের ওই দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করতে একলক্ষ প্রদীপ প্রজ্জ্বলন করা হবে আত্রেয়ী ঘাটে। সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে পালিত হবে এই অনুষ্ঠানটি। পাশাপাশি বালুরঘাট শহরজুড়ে বিভিন্ন ওয়ার্ডে রাম পূজোর আয়োজন করেছে বিজেপির কর্মী সমর্থকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *