বুধবার দুপুর আনুমানিক একটা নাগাদ এই কর্মসূচি করা হয়।
তপন রাধাগোবিন্দ সেবাশ্রম সংঘের মহারাজ প্রবোধ ধরের অভিযোগ, তপন রাধাগোবিন্দ সেবাশ্রম সংঘের মানবসেবার অধ্যায়কে কলঙ্কিত করার চেষ্টা করছেন তপন গ্রামীণ হাসপাতালের BMOH ডঃ অঙ্কুর দাস কর্মকার।
ঘটনার প্রতিবাদে BMOH এর বিরুদ্ধে একদিন এই প্রতিবাদ কর্মসূচি এবং ডেপুটেশন।
এদিন প্রথমে তপন রাধাগোবিন্দ সেবাশ্রম সংঘ থেকে একটি মিছিল বের করা হয়, যে মিছিলটি তপন হাসপাতালে হয়ে চৌরঙ্গী দিয়ে বিডিও অফিসে এসে হাজির হয়।
এদিনের এই কর্মসূচিতে তপন রাধাগোবিন্দ সেবাশ্রম সংঘের মহারাজ প্রবোধ ধর সহ এলাকার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর তপন হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কুৎসা রটানোর প্রতিবাদে এবং প্রভাব খাটানোর প্রতিবাদে মহারাজ প্রবোধ ধরের বিরুদ্ধে তপন বিডিও অফিসে এবং CMOH-র নিকট ডেপুটেশন প্রদান করেছিলেন তপন গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা।
পাশাপশি BMOH এর তরফ থেকে আইনী নোটিশ পাঠানো হয় মহারাজ প্রবোধ ধরকে বলে জানা যায়।
ঘটনার পর এদিন মন্দিরের মহারাজ প্রবোধ ধরের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি এবং ডেপুটেশন।
মহারাজ প্রবোধ ধর জানিয়েছেন তাঁদের দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা।

