আলিয়া মডেল মিশন স্কুলের পক্ষ থেকে বাৎসরিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হল। এটি একটি আদর্শ মানের বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

এদিন বিভিন্ন প্রশিক্ষিত শিক্ষকদের উপস্থিতিতে নানারকম পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হলো বেলপুকুর সিহল আলিয়া মডেল মিশনে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সিলেবাস অনুসারে পঠন পাঠন করানো হয়। পহেলা অক্টোবর থেকে আবাসিক ছাত্র-ছাত্রীদের ভর্তির ফরম পাওয়া যাবে আলিয়া মডেল মিশনে। এখানে পি নার্সারি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ডে-আবাসিক, দ্বিতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত আবাসিক। আবাসিক ও ডে আবাসিক ছাত্র-ছাত্রীদের বিশেষ মক টেস্টের মাধ্যমে ভর্তি নেওয়া হবে। অথচ দুস্থ ছাত্র-ছাত্রীদের বিবেচনাযোগ্য ফিজ ধারণ করা হবে।সু -রুচিশীল ও পুষ্টিকর খাবার প্রদান করা হবে। কোন বড় প্রতিষ্ঠানে ভর্তির উপযুক্ত ব্যবস্থা রয়েছে।

এ বিষয়ে বেলপুকুর আলিয়া মডেল মিশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক আবেদুর রহমান জানিয়েছেন, আমরা একটি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান শুরু করেছি, যেখানে ছাত্র-ছাত্রীদের বিশেষ গুরুত্ব সহকারে পড়ানো হয়। আলিয়া মডেল মিশনে পিন নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত আবাসিক ও নন আবাসিক ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়া হবে। এখানে সমস্ত ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়ার আগে এক্সপার্ট দ্বারা পরীক্ষা নেওয়া হবে।সেই পরীক্ষায় পাস করলে আমাদের এই আলিয়া মডেল মিশনে ভর্তি হতে পারবে।

প্রশিক্ষণ দিতে আসা এক শিক্ষক বিপুল গোস্বামী জানিয়েছেন বহিরাগত এক্সপার্ট এর মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রশিক্ষণ চলছে। আমরা এখানে শিক্ষকতা করবার জন্য প্রশিক্ষণ দিতে এসেছি। খুব ভালো লাগছে আমাদের সামনেই সব প্রশিক্ষণ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *