গঙ্গারামপুর ২৬শে সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর ——–—বন্যা ত্রাণ বিলি করা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে পথ অবরোধ করল বিজেপি নেতৃত্বরা।মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার নয়াবাজারে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যদের সঙ্গে নিয়ে বিজেপি মন্ডল নেতৃত্বরা নয়াবাজার ভায়া তপন রাস্তায় প্রায় ঘন্টা দুয়েক ধরে অবরোধ করে রাখে। বিজেপির অভিযোগ,তাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য থাকলেও বিডিও এবং পঞ্চায়েত প্রধান কোন কিছুই ত্রাণের জিনিস দিচ্ছে না।সাধারণ মানুষজনের পাশে দাঁড়ানোর জন্যই তারা এমন আন্দোলনে সামিল হয়েছেন। যদিও তপন ব্লকের যুগ্ম বিডিও ও অঞ্চল তৃণমূল নেতারা বিষয়টি অস্বীকার করেছেন।পরে পুলিশ ও বিডিওর আশ্বাসে অবরোধ তুলে নেয় বিজেপি কর্মী ও নেতৃত্বরা। তিন দিনের টানা বৃষ্টিতে তপন ব্লকের আজমপুর গ্রাম পঞ্চায়েত ৯টি গ্রাম সংসদ এলাকা সহ প্রায় সমস্ত এলাকাগুলিতে পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে যাবার ফলে বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়েছে। আজমতপুর গ্রাম পঞ্চায়েতেই বিজেপির তিনজন গ্রাম পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয়েছেন। গ্রাম পঞ্চায়েতের সদস্য ও এলাকার বিজেপির মন্ডল নেতৃত্বদের অভিযোগ, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায় বন্যার কারণে।ব্লকের বিডিও ও প্রধানকে বিষয়টি জানানো হলেও তারা কোন সহযোগিতা করছে না। সেই কারণে অবরোধ করা হয়েছে।
এবিষয়ে স্থানীয় আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য বিশ্বজিৎ রায় অভিযোগ করে জানিয়েছেন,প্রধান থেকে শুরু করে বিডিও ত্রাণের বিষয়ে কোনো কিছুই বলছেন না। মানুষজনদের অসুবিধের কথা মাথায় রেখে এমন আন্দোলনে নেওয়া হয়েছে।
এবিষয়ে জে পি ১৬র তপন মন্ডল সভাপতি অপূর্ব সরকার জানিয়েছেন , বন্যা ত্রাণের জিনিস বিলি করা নিয়ে দলবাজি চলছে। সেই জন্যই অবরোধ করা হয়েছে।
তপন ব্লকের যুগ্ম বিডিও বলেন, যে অভিযোগ করা আছে তা সঠিক না। প্রশাসন সব সময় সকলের জন্যই কাজ করছে।
তপন ব্লকের আজমতপুর অঞ্চল তৃণমূলের সভাপতি সমীর রাহা পাল্টা অভিযোগ করে বলেন, বিজেপির অভিযোগ করা ছাড়া কোন কাজ নেই। লোকসভা ভোটের আগে হাওয়া গরম করতে চাইছি। দলমত নির্বিশেষেই প্রশাসন কাজ করছে । পরে দুঘন্টা অবরোধ চলার পর তপন থানা পুলিশের আশ্বাস ও তপন ব্লকের যুগ্ম বিডিওর সমস্যা সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।

