গঙ্গারামপুর ১৯ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর :———– সাপের কামড়ে আই সি ডি এস সেন্টারের এক দিদিমণির মৃত্যু হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের সিহল ধুতুরা আইসিডিএস সেন্টারে। আইসিটি সেন্টারে দিদিমণিকে বংশীহারী ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা মৃতের পরিবার সহ এলাকার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গিয়েছে বংশীহারী ব্লকের কানাহারপাড়া এলাকার বাসিন্দা স্বপ্না কর্মকার প্রতিদিনের মতো মঙ্গলবার তার আইসিডিএস সেন্টার ধুতুরা এলাকায় গিয়েছিলেন। সেন্টারের যাবতীয় কাজকর্ম সেরে অ্যাটেনডেন্স খাতা রাখতে ঘরে যেতেই বিষধর সাপ কামড় দেয় তাকে বলে খবর। তড়িঘড়ি এলাকার বাসিন্দাদের সহযোগিতায় তাকে সেখান থেকে উদ্ধার করে রশিদপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসা করা তার প্রাথমিক চিকিৎসা করে গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপাতাল রেফার করে। রশিদপুর গ্রামীণ হাসপাতাল থেকে গঙ্গারামপুর সুপারস্পেস্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই মৃত্যু হয় আইসিডিএস কর্মী স্বপ্না কর্মকারের।তার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠনা হয় বালুরঘাট জেলা হাসপাতাল মর্গে। ঘটনার খবর পেয়ে বংশীহারী ব্লকের বিডিও সুব্রত বল ও বংশীহারী ব্লকের সভাপতি গণেশ প্রসাদ ধুতুরা আইসিডিএস সেন্টারে ছুটে যান। সেখানে গিয়ে এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন কিভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটলো তা নিজের কানে শোনেন। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ব্লকের ভিডিও ও সভাপতি গণেশ প্রসাদ।
এবিষয়ে বংশেরী ব্লকের সভাপতি গণেশ প্রসাদ জানিয়েছেন, মঙ্গলবার আমরা বেলা ১১ টার দিকে জানতে পারি বংশীহারী ব্লকের শিহল এলাকার ধুতুরা আইসিডিএস সেন্টারের দিদিমনি স্বপ্না কর্মকার সেন্টারের কাজকর্ম সেরে খাতা পত্র রাখতে ঘরে যেতেই বিষধর সাপ কামড়ায় তাকে। সেখান থেকে তাকে রশিদপুর হাসপাতাল ও পরে কালদিঘি হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত্যু হয়েছে স্বপ্না দেবীর। খবর পেতেই বংশীহারী ব্লকের ভিডিও সুব্রত বলও সেখানে ছুটে গিয়েছিলাম। এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। সরকারের পক্ষ থেকে তাকে যতটুকু সাহায্য করা যায় তা করা হবে। পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। ঘটনায় শোকের ছায়া পরিবার সহ এলাকাজুড়ে।

